চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শ্রমিক লীগের সহসভাপতি ও চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক নেতা আবুল বশর খানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাঙ্গাদিয়া এলাকা থেকে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

আবুল বশর খান (৫৮) উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।

থানার ওসি মো.

মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আবুল বশর খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে গোপন বৈঠকে অংশগ্রহণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ ন ত

এছাড়াও পড়ুন:

রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন নায়িকা

সম্প্রতি মুক্তি পেয়েছে কমল হাসান অভিনীত ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার। মণিরত্নম পরিচালিত এ ছবিতে কমল হাসান ছাড়া আছেন সিলবারাসন, অভিরামী, ঐশ্বরিয়া লক্ষ্মী, তৃষা কৃষ্ণানসহ অনেকে। ‘থাগ লাইফ’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে তৃষা আর কমল হাসানের মধ্যে রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে জবাব দিয়েছেন তৃষা। আর এই দক্ষিণি নায়িকা স্পষ্ট জানিয়েছেন যে এসব সমালোচনায় তাঁর কোনো যায়–আসে না।

৩৮ বছর পর বড় পর্দায় আসতে চলেছেন ‘নায়কন’ ছবির সেই জাদুকরি জুটি কমল হাসান ও মণিরত্নম। ‘থাগ লাইফ’ ছবির লেখক ও প্রযোজকও কমল হাসান। লেখালেখির কাজে তাঁকে সহায়তা করেছেন মণিরত্নম। ৭০ বছর বয়সী কমল হাসানের সঙ্গে ৪২-এর তৃষার পর্দায় রোমান্স নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ প্রসঙ্গে তৃষা বলেছেন, ‘যখন উনি (কমল হাসান) এ ছবির ঘোষণা করেছিলেন, আমি তখনই জানতাম, এমন কিছু হতে চলেছে। আর আমি তখন এই ছবির জন্য স্বাক্ষর পর্যন্ত করিনি।’

গতকাল মুম্বাইয়ে ‘থাগ লাইফ’ ছবির হিন্দি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তৃষা ও কমল হাসান। এএনআই

সম্পর্কিত নিবন্ধ