জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র বাংলাদেশ ইমার্জিং দলের
Published: 23rd, May 2025 GMT
চট্টগ্রামে প্রথম আনঅফিসিয়াল চারদিনের টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ ইমার্জিং দলকে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ইনিংসে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টিতে খেলা অসম্পূর্ণ থাকায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৩০৮ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৩ রানে, ফলে ৬৫ রানের লিড পায় স্বাগতিকরা।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৫ রান সংগ্রহ করেছিল। চতুর্থ দিন সকালে শুরুতেই ধস নামে ব্যাটিংয়ে। একে একে সাজঘরে ফেরেন আইচ মোল্লা (১১), শাহাদাত হোসেন (২) ও আরিফুল ইসলাম (১৪)।
তবে ষষ্ঠ উইকেটে পরিস্থিতি সামাল দেন প্রীতম কুমার ও মঈন খান। এই জুটি ৪২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখে দলের স্কোরবোর্ডে। যখন ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৩ রান, তখনই বৃষ্টির হানা। বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা। অপরাজিত থাকেন প্রীতম (২১*) ও মঈন (১৮*)। দক্ষিণ আফ্রিকার হয়ে সিমেলেনে ও এনটুলি ২টি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান প্রথম ইনিংসে ২১ ওভার বল করে মাত্র ৬৪ রান খরচায় শিকার করেন ৭টি উইকেট। অসাধারণ এই বোলিং পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি।
এই সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ শুরু হবে আগামী ২৭ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।