বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী কার্ডিওলজিস্ট জোবাইদা রহমান শুক্রবার এক বিজ্ঞান মেলা অনুষ্ঠানে খুদে বিজ্ঞান প্রতিযোগীদের উদ্দেশে বলেছেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস, তোমরা তা পারবে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে জেডআরএফের পক্ষ থেকে ডা.

জোবাইদার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় সংগঠনের কার্যালয়ে এটাই তাঁর প্রথম পদার্পণ। অনুষ্ঠানে জেডআরএফের বিগত ২৫ বছরে কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জোবাইদা রহমান। 

অনুষ্ঠানে শিশু-কিশোর তথা খুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জোবাইদা রহমান বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি। জোবাইদা বলেন, আমি এতক্ষণ তোমাদের বক্তব্য শুনছিলাম। সত্যি অসাধারণ।তোমাদের মেধা, অধ্যবসায় এবং সর্বোপরি তোমাদের কনফিডেন্স আমাদের মুগ্ধ করেছে। তোমরা  জীবনের প্রতিটি ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করো– এটাই প্রত্যাশা থাকবে।  বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে তোমরা পৃথিবীর গোটা মানুষের জন্য কিছু করবে বলে বিশ্বাস আমাদের। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে তোমরা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, আতিকুর রহমান রুমন, জেডআরএফের মোর্শেদ হাসান খান, ড. আবদুল করিম, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও হাফিজ আল আসাদ সাঈদ খান। অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিযোগী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ ন রহম ন

এছাড়াও পড়ুন:

খুদে বিজ্ঞানীদের মাঝে ডা. জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী কার্ডিওলজিস্ট জোবাইদা রহমান শুক্রবার এক বিজ্ঞান মেলা অনুষ্ঠানে খুদে বিজ্ঞান প্রতিযোগীদের উদ্দেশে বলেছেন, বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস, তোমরা তা পারবে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে জেডআরএফের পক্ষ থেকে ডা. জোবাইদার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় সংগঠনের কার্যালয়ে এটাই তাঁর প্রথম পদার্পণ। অনুষ্ঠানে জেডআরএফের বিগত ২৫ বছরে কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জোবাইদা রহমান। 

অনুষ্ঠানে শিশু-কিশোর তথা খুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জোবাইদা রহমান বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি। জোবাইদা বলেন, আমি এতক্ষণ তোমাদের বক্তব্য শুনছিলাম। সত্যি অসাধারণ।তোমাদের মেধা, অধ্যবসায় এবং সর্বোপরি তোমাদের কনফিডেন্স আমাদের মুগ্ধ করেছে। তোমরা  জীবনের প্রতিটি ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করো– এটাই প্রত্যাশা থাকবে।  বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে তোমরা পৃথিবীর গোটা মানুষের জন্য কিছু করবে বলে বিশ্বাস আমাদের। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে তোমরা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, আতিকুর রহমান রুমন, জেডআরএফের মোর্শেদ হাসান খান, ড. আবদুল করিম, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও হাফিজ আল আসাদ সাঈদ খান। অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিযোগী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ