গরমে ঘামে, দূষণে, রোদে পুড়ে ত্বকের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম ব্রণ উঠা। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের মধ্যে এ সমস্যা আরও বেড়ে যায়। এ কারণে গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে।
ব্রণ প্রতিরোধে যা করবেন-
ঘন ঘন মুখে ধোয়া নয়
গরমকালে মুখে ঘেমে যাওয়ার কারণে বারে বারে মুখে পানির ঝাপ্টা দেন অনেকেই। তবে এতে অন্যরকম সমস্যা হতে পারে। অয়েলি স্কিনের ক্ষেত্রে যত বেশি মুখ ধোবেন, ত্বকের নিজস্ব যে তেল উপাদান সেটা কমে যাবে। যার ফলে ত্বক বেশি করে তেল উৎপাদন করবে। বারে বারে মুখ না ধুয়ে দিনে দু'বার হালকা কোনও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। অস্বস্তি হলে ফেস মিস্ট ব্যবহার করুন। কিংবা নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন।
ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন
তৈলাক্ত ত্বক হলে ময়েশ্চারাজারে ব্যবহার জরুরি। ত্বকের আর্দ্রতা কমে গেলে আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে ত্বক। এ কারণে ত্বকের সঙ্গে মানানসই কোনও ময়েশ্চারাইজ়ার মুখ ধোয়ার পর অবশ্যই ব্যবহার করুন। সেক্ষেত্রে হালকা কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভালো। সিরামও ব্যবহার করতে পারেন।
ব্লটিং পেপারের ব্যবহার
ত্বকের বাড়তি তেল ঠেকাতে ব্লটিং পেপার ব্যবহার করতে পারেন। নাক খুব বেশি তেলতেলে লাগলে ব্লটিং পেপার দিয়ে শুষে নিন। মাঝেমাঝে ব্লটিং পেপার দিয়ে হালকা করে মুখ মুছেও নিতে পারেন। এত ত্বক সতেজ লাগবে।
সঠিক মেকআপ করুন
তেলের পরিমাণ কম, এমন প্রসাধনী ব্যবহার করলেই ভালো। যে ধরনের মেকআপ ব্যবহার করলে ত্বক চকচক করবে না, এমন জিনিস রাখুন মেকআপ ব্যাগে। যদিও খুব বেশি মেকআপ এই সময়ে না করাই ভালো।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র কর র ব যবহ র ত বক র ম কআপ
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ