অভিষেক শর্মার এক ছক্কার দাম যেভাবে ৫ লাখ রুপি
Published: 24th, May 2025 GMT
দাগ থেকে যদি ভালো কিছু হয়, তবে দাগই ভালো!
এমন মনোভাব থেকেই আইপিএলে প্রতিটি ম্যাচে মাঠের পাশে একটি গাড়ি রেখে দেয় টুর্নামেন্টের অন্যতম এক স্পনসর প্রতিষ্ঠান। ‘ছক্কা হয়ে উড়ে আসা বলের আঘাতে ভেঙে যাক গাড়ির কাচ’—মনেপ্রাণে এই চাওয়াই ছিল তাদের, সেই চাওয়া পূরণ হয়েছে। গতকাল এক ছক্কায় ভেঙেছে গাড়ির কাচ। লক্ষ্ণৌর একানায় সেই ‘দুর্ঘটনা’য় নিশ্চিত হয়েছে, স্পনসর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে বেরিয়ে যাচ্ছে ৫ লাখ টাকা। ভারতের অনগ্রসর কোনো গ্রামে ৫ লাখ রুপির ক্রিকেট সরঞ্জাম দেবে প্রতিষ্ঠানটি।
পরশু অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ৫ লাখ রুপি দামের সেই ছক্কা মেরেছেন সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মা। হায়দরাবাদ ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেসার ভুবনেশ্বর কুমারের করা একটু শর্ট লেংথের বলটিকে পুল করে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করেন ভারতীয় ওপেনার। বলটি আছড়ে পড়ে গ্যালারির ঠিক পাশেই সাজানো মঞ্চে রাখা গাড়িটির উইন্ডশিল্ডে, মুহূর্তেই চুরমার সেটি।
আর তাতেই ৬ রান থেকে ৫ লাখ রুপি হয়ে যায় ছক্কাটির মূল্য। এত টাকার ক্রিকেট সরঞ্জাম কারা পাবে, সেটি পরে ঠিক করা হবে।
আরও পড়ুনভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল, কারা আছেন, কারা নেই৬ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেটে গাড়ির কাচ ভাঙার ঘটনা নতুন কিছু নয়। গত বছর মেয়েদের প্রিমিয়ার লিগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলীয় তারকা এলিস পেরি ভেঙেছিলেন স্পনসর প্রতিষ্ঠানের গাড়ির কাচ।
পেরি আর অভিষেক ছক্কা মেরে গাড়ির কাচ ভেঙে নিজেরা জরিমানা দেননি। তবে আসিফ আলী ও কেভিন ও’ব্রায়েনকে ছক্কা মেরে কাচ ভেঙে আক্কেলসেলামি দিতে হয়েছিল। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের স্থানীয় ক্রিকেটে ছক্কা মেরে আসিফ ও ও’ব্রায়েন ভেঙে ফেলেছিলেন মাঠের পাশে দাঁড় করিয়ে রাখা নিজেদের গাড়ির কাচই!
স্পোর্টস কুইজ: টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি কোন দলের ব্যাটসম্যানদের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গ্রামীণ হেলথ টেকের পৃষ্ঠপোষকতায় ‘রাইজ অ্যাবাভ অল’
ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম ‘রাইজ অ্যাবাভ অল’-এর নবম আসর। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা এবং চেঞ্জমেকার একত্রিত হয়েছিলেন।
২০২৫ সালের সংস্করণটি ছিল আগের সব আয়োজনের চেয়ে বড় ও প্রাণবন্ত। এ বছর ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’ টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল সহযোগী স্পনসর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে।
অনুষ্ঠানে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেছেন, “এই আয়োজন কেবল একটি মঞ্চ নয়, এটি স্বপ্ন দেখার সাহস আর সীমানা ভেঙে নিজেকে ছাড়িয়ে যাওয়ার অনুপ্রেরণার গল্প। আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি পরিবারের নাগালের মধ্যে ডাক্তার, ডায়াগনস্টিক, ওষুধ পৌঁছে দেওয়া। সেই স্বপ্ন পূরণের শক্তি আপনারা, যারা উদ্ভাবন করেন, বদল আনেন আর নতুন সম্ভাবনা গড়ে তোলেন। আপনি প্রযুক্তি, ব্যবসা বা চিকিৎসা যে ক্ষেত্রেরই শিক্ষার্থী হন না কেন, আপনার দক্ষতা লক্ষ লক্ষ মানুষকে নিরাময়, উন্নতি ও ক্ষমতায়নে সাহায্য করতে পারে। স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কেবল হাসপাতালেই গড়ে উঠবে না, এটি গড়ে উঠবে শ্রেণিকক্ষে, স্টার্টআপে, ল্যাবে এবং কমিউনিটির মধ্যে আপনাদের মাধ্যমেই।”
ইভেন্টে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে সফল এবং অসাধারণ কিছু ব্যক্তিত্ব, যা তরুণদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে, যেখানে পুশআপ চ্যালেঞ্জের প্রাইমারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সেরা ১৭ জন ফাইনাল রাউন্ডে অংশ নেয় এবং সেখান থেকে বিজয়ী জিতে নেন ‘সুখী’র সৌজন্যে একটি ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো।
বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন—সৈয়দ মাহবুবুর রহমান, আলী রেজা ইফতেখার, রুবাবা দৌলা, মোহাম্মদ মামদুদুর রশীদ, নাসিমুল বাতেন, নাসের এজাজ বিজয়, রেজওয়ানুল হক, তানজীন আলম, রুবানা হক, ওয়াহিদা শারমিন, সানজিদা জান্নাত (বক্সার), শুভাশিস ভৌমিকসহ অনেকে। মিডিয়া অঙ্গন থেকে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিন। সন্ধ্যায় নেমেসিস ব্যান্ডের লাইভ পারফরমেন্সের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পর্দা নামে।
ঢাকা/রফিক