এক পাশে পাহাড়সারি, অন্য পাশে সাগর, মাঝখানে বয়ে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কের টেকনাফ প্রান্তে সাবরাং সমুদ্রসৈকতে গড়ে উঠছে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ট্যুরিজম পার্ক। কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই সাবরাং সমুদ্রসৈকত। সৈকতের নির্জন পরিবেশ, রঙিন নৌকা ও সাগরলতা মুগ্ধ করে দেশি-বিদেশি পর্যটকদের।

গত শুক্রবার বিকেলে সাবরাং সৈকতে গিয়ে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সৈকতে হাঁটাহাঁটি করছেন অনেক পর্যটক। কেউ আবার মেরিন ড্রাইভ সড়কে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের উত্তাল রূপ আর গর্জন উপভোগ করছেন। মুঠোফোনে ধারণও করছেন সেই চিত্র। অনেক পর্যটককে আবার দেখা যায় সৈকতে রাখা রঙিন নৌকার সঙ্গে ছবি তুলছেন।

শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টেকনাফ সৈকতে অবস্থান করে দেখা গেছে, পর্যটকের প্রধান আকর্ষণ রঙিন নৌকা। সাবরাং ট্যুরিজম পার্কের ঘড়ি ভাস্কর্য থেকে উত্তর দিকে টেকনাফ থানার পুলিশের তল্লাশিচৌকি পর্যন্ত মেরিন ড্রাইভের তিন কিলোমিটারজুড়ে কয়েক শ রঙিন নৌকা রাখা হয়েছে।

বিকেল চারটায় মেরিন ড্রাইভের দুই পাশে রাখা নৌকার সারির সঙ্গে ছবি তুলছিল ঢাকার বাড্ডা থেকে আসা একটি পরিবার। পরিবারের এক সদস্য নাজনীন সিদ্দিক (৩৪) বলেন, দেশের বিভিন্ন জেলা ঘোরার সুযোগ হয়েছে, কিন্তু এ রকম আকর্ষণীয় নৌকা কোথাও চোখে পড়েনি। প্রতিটি নৌকা রঙিন। নৌকার মধ্যে আলোকসজ্জাও করা আছে।

রঙিন নৌকার ওপর উঠে ছবি তুলছিলেন তিন তরুণ। জানালেন, তাঁরা এসেছেন রাজশাহী থেকে। তরুণদের একজন কৌশিক (২৫) বলেন, চাঁদের আদলে নির্মিত কাঠের তৈরি নৌকাগুলো অনেক শক্ত। তবে উত্তার সাগরের পানিতে এসব রঙিন নৌকা ভাসতে দেখেননি তাঁরা। সাগরে রঙিন নৌকার মাছ ধরার দৃশ্যটা দেখতে পেলে আনন্দ পরিপূর্ণ হতো।

গত ১৪ এপ্রিল শুরু হয়েছে সাগরে মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তাই সৈকতে মাছ ধরার নৌকাগুলো অলস পড়ে আছে। এসব নৌকার সঙ্গে ছবি তুলতে পেরে বেশ খুশি পর্যটকেরা। চট্টগ্রামের রাউজান থেকে আসা সাজ্জাদ হোসাইন স্ত্রী ও স্কুলপড়ুয়া দুই ছেলে–মেয়ে নিয়ে রঙিন নৌকার ছবি তুলছিলেন। তিনি বলেন, কর্ণফুলী নদীতে সাম্পানে চড়া হয়েছে বেশ কয়েকবার। সাম্পান এখন বিলুপ্তপ্রায়। টেকনাফের নৌকাগুলো সাম্পানের আদলে তৈরি হলেও রঙিন হওয়ায় বেশ আকর্ষণীয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় সব কটি রঙিন নৌকার সামনের অংশে মালিকের নাম লেখা। একটি নৌকার মালিক আবদুল রহিম (৪৫) বলেন, এক যুগ আগে শখের বশে মহেশখালিয়াপাড়ার এক লোক নৌকার গায়ে রং লাগান। তাঁর দেখাদেখি অনেকেই নৌকায় রং লাগানো শুরু করেন। এখন টেকনাফের প্রায় শতভাগ নৌকা রঙিন। নৌকার মালিকেরাই ব্যক্তিগত উদ্যোগে নৌকা রঙিন করেন।

টেকনাফ ডিঙিনৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান আহমদ বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া এলাকায় এক হাজারের বেশি ডিঙিনৌকা আছে। এর মধ্যে ৯০ শতাংশ নৌকা রঙিন। রং করার বিপরীতে অতিরিক্ত টাকা খরচ হলেও পর্যটকেরা এতে আনন্দ পান দেখে নৌকামালিকেরা খুশি।

বিকেল চারটার দিকে বৃষ্টি কিছুটা বাড়ে। এ সময় পর্যটকদের অনেককে দেখা যায় মেরিন ড্রাইভের পূর্ব পাশের দোতলা আরহাম কমপ্লেক্সে আশ্রয় নিতে। ভবনের দোতলায় বিচ ভিউ রেস্তোরাঁ। নিচে খাবার হোটেল—হারুন ভাতঘর-২ এবং ঝিনুক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। মেরিন ড্রাইভের পশ্চিমে লাগোয়া খাবারের উন্মুক্ত কয়েকটি দোকান। খোলা আকাশের নিচে বসানো রয়েছে কয়েক শ চেয়ার। পর্যটকেরা এসব চেয়ারে বসে সাগরের দৃশ্য উপভোগ করেন।

হারুন ভাতঘরে ১০ থেকে ১২ জনের একটি দল নিয়ে খাবার খাচ্ছিলেন চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদ। তিনি বলেন, ‘মেরিন ড্রাইভের শেষ প্রান্তটা বেশ আকর্ষণীয়। এমন নিরিবিলি পরিবেশ কক্সবাজারে আর নেই।’

হারুণ ভাতঘরের ব্যবস্থাপক আকিবুল ইসলাম বলেন, টেকনাফ সৈকত যাঁরা ভ্রমণে আসেন, বেশির ভাগই তাঁদের হোটেলে খেতে আসেন। ঘরোয়া পরিবেশে রান্না করা টাটকা খাবার পর্যটকের খুবই পছন্দ। দামও তুলনামূলক কম নেন তাঁরা।

সৈকত ভ্রমণ শেষে টেকনাফ শহরে গিয়ে ‘মাথিন কূপ’, নাফ নদীর তীরের ‘নেটং পাহাড়’ দেখতে ছুটতে দেখা যান পর্যটকদের অনেকে। নেটং পাহাড়ের ওপর দাঁড়িয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং নাফ নদীর বুকে জেগে ওঠা দ্বীপ ‘জালিয়ার দিয়া’ দেখা যায়। জালিয়ার দিয়ার পাশে টেকনাফ স্থলবন্দর। তার কিছুটা উত্তরে বন বিভাগের ‘নেচার পার্ক’ এবং কয়েক শ বছরের পুরোনো ‘কুদুমগুহা’।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ ভ্রমণে আসা পর্যটকদের বেশির ভাগই সকালে এসে সন্ধ্যার আগে কক্সবাজারে ফিরে যান। টেকনাফে রাতযাপনের জন্য সাতটি হোটেল ও পাঁচটি বাংলো আছে। পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর থাকে।

কক্সবাজার কলাতলী হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, গত বৃহস্পতিবার থেকে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটছে। গতকাল শনিবার বেলা একটা পর্যন্ত এর আগের তিন দিনে অন্তত আড়াই লাখ পর্যটক সৈকত ভ্রমণ করেছেন। এর উল্লেখযোগ্য একটি অংশ মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ সৈকতে গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রঙ ন ন ক র ভ রমণ

এছাড়াও পড়ুন:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশ, পরে নিজেই বিপাকে

সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশে সকালে কক্সবাজারের নুনিয়াছটায় বিআইডব্লিউটিএর জেটিঘাটে হাজির হয় ১১ পর্যটকের একটি দল। তবে ঘাটে পৌঁছানোর আগেই নির্ধারিত জাহাজ ছেড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দলের সদস্যরা। একপর্যায়ে তাঁরা বাগ্‌বিতণ্ডায় জড়ান জাহাজ কর্তৃপক্ষ ও ঘাটে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে। দলের একজন নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ঘাটে থাকা এক পুলিশ সদস্যকে বলেন ইউএনওকে গ্রেপ্তার করতে। যদিও বিষয়টি নিয়ে পরে বিপাকে পড়তে হয় ওই পর্যটক দলের সদস্যদের। আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বাঁকখালী নদীর জোয়ার–ভাটা একেক সময় একেক রকম। জোয়ার–ভাটা বিবেচনায় নিয়ে জাহাজ ছাড়ার সময় নির্ধারণ করা হয়। ইউএনওর সঙ্গে দুর্ব্যবহার করা ওই পর্যটক ঘাটে এসে জাহাজ দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়েছেন।

হোসাইন ইসলাম বাহাদুর আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম ইব্রাহিম। তিনি হয়তো ঘাটে থাকা ইউএনওকে চিনতে পারেননি। সাধারণ নারী মনে করে গ্রেপ্তারের ভয় দেখিয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি ইউএনওর কাছে দুঃখ প্রকাশ করেছেন। পরে আরেকটি জাহাজে পর্যটকদের ওই দল সেন্ট মার্টিনে যায়।

জানতে চাইলে কক্সবাজার সদরের ইউএনও তানজিলা তাসনিম বলেন, ‘নির্ধারিত সময়ের আগে কেন জাহাজ ছেড়ে গেছে, এ বিষয়টি নিয়ে হট্টগোল শুরু করেন ইব্রাহিম নামের ওই ব্যক্তি। এ সময় নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দাবি করে ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্যকে বলেন, আমাকে গ্রেপ্তার করতে। এ ঘটনার ভিডিও সংরক্ষণ করা হয়েছে। ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেও এভাবে কাউকে গ্রেপ্তার করতে বলার এখতিয়ার রাখেন না।’

ইউএনও বলেন, পর্যটকদের অসুবিধার কথা বিবেচনা করে তাৎক্ষণিক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নুনিয়াছটায় বিআইডব্লিউটিএর জেটিঘাট থেকে প্রতিদিন সকাল সাতটায় সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ে। কয়েকটি জাহাজে দৈনিক দুই হাজার পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ রাখা হয়। জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহন যাতে করা না হয়, সে বিষয়টি তদারকি করে ইউএনওর নেতৃত্বে গঠিত একটি কমিটি।

১ ডিসেম্বর কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সেন্ট মার্টিনে রাত্রী যাপনের সুযোগও রাখা হয়। এ ক্ষেত্রে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সরকার ঘোষিত ১২টি নির্দেশনা মেনে চলতে হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপটি ভ্রমণের সুযোগ থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সেন্ট মার্টিনে যেতে পর্যটকের চাপ, ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশ, পরে নিজেই বিপাকে