নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
Published: 25th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের একটি ভাড়া করা বাড়ি থেকে আওয়ামী লীগের নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনি ‘জয় বাংলা স্লোগান’ দিলে জুতা ছুড়ে মারে তাকে ঘিরে রাখা বিএনপি সমর্থকরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রজনী আক্তার তুশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য।
এদিকে তাকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে একদল বিএনপি নেতাকর্মী ওই বাড়ি ঘিরে তাকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। এ সময় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেন। এতে উত্তেজিত হয়ে বিএনপি কর্মীরা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেন।
এ সময় ওই নেত্রী উত্তেজিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি থানায় যাব। আমাকে কেন মবের শিকার করা হলো। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে তুশি ভাড়ায় থাকতেন। পাশের বাড়িতে তার এক আত্মীয়ের পরিচয়ের সুবাদে তিনি এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে তুশিকে নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র প ত র কর ন র য়ণগঞ জ আওয় ম
এছাড়াও পড়ুন:
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৪ জন
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের চারজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তারা হলেন- সোনারগাঁয়ের তুহিন মাহমুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রূপগঞ্জের ইয়াছিন আরাফাত সিনিয়র সংগঠক, ছাত্রনেতা নিরব রায়হান ও রূপগঞ্জের সাইফুল ইসলাম রোমান সংগঠক।
জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে নেতৃত্ব দানকারী কবি নিরব রায়হানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার জন্য এটি একটি চ্যালেঞ্জ কারণ এটিই আমার প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়া। বলতে পারি, আমার রাজনীতির সূচনা হলো এখান থেকেই।
জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে৷ আমরা একটি মুক্ত স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি৷ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ভূমিকা রাখতে পারে আমাদের মতো যুবকরাই৷
আমরা নারায়ণগঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত চারজনের মধ্যে আগে থেকেই বোঝাপড়া ভালো থাকায় আশা রাখছি আমরা নারায়ণগঞ্জের তরুণ যুবাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবো৷ আমরা পূর্বে যেমন যে যার জায়গা থেকে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করেছি, আগামীতেও আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করে যাবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ১৬ মে শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়। জমকালো আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ পায় সংগঠনটির।
অ্যাডভোকেট মো: তারিকুল ইসলামকে নবগঠিত সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।