পুলিশের কাছ থেকে আ’ লীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৯
Published: 25th, May 2025 GMT
লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উপজেলার চরকাদিরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এলাকায় আশ্রাফ উদ্দিন রাজন রাজু নামে ওই আসামিকে ছিনিয়ে নেন সমর্থকরা।
রাজু (৪৫) উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ২৬ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন– ত্রিকোট চন্দ্র দাস, সনজিৎ চন্দ্র দাস, সম্ভু চন্দ্র দাস, মো.
জানা গেছে, শনিবার দুপুরে রাজুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন কমলনগর থানার সহকারী উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল মো. আরজু। তাকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজুর সহযোগী ও স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হ্যান্ডকাফসহ রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে মামলার নয় আসামিকে গ্রেপ্তার করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামি রাজুসহ অপর আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।
উৎস: Samakal
কীওয়ার্ড: লক ষ ম প র আওয় ম ল গ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় গ্রেপ্তার ৯, এএসআই ক্লোজড
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র শীলকে ক্লোজড করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গ্রেপ্তারদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠায় পুলিশ।
শনিবার (২৪ মে) রাতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে এএসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে এ মামলা করেন। পরে রাতেই উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
নদীতে ভাসছিল তরুণের হাত-পা বাঁধা মরদেহ
পালিত ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গ্রেপ্তাররা হলেন, চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চর কাদিরা গ্রামের ত্রিকোট চন্দ্র দাস, সনজিৎ চন্দ্র দাস, সেম্ভু চন্দ্র দাস, মো. মিলন, আব্দুর রহিম, নুর আলম, আব্বাস উদ্দিন, হেলাল উদ্দিন ও ইরা দাস।
স্থানীয়রা জানান, রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এএসআই প্রদীপ শনিবার (২৪ মে) দুপুরে চরঠিকা গ্রাম থেকে রাজুকে গ্রেপ্তার করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশত নারী-পুরুষ জমায়েত হয়ে পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা রাজুর পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে যায়। তখন রাজুকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিন ব্যক্তি জানিয়েছেন, গ্রেপ্তার রাজুর নিকটাত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাপটি উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছেন।
কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জড়ো করে রাজুকে গ্রেপ্তারে বাধা সৃষ্টি করেছেন। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় এএসআই প্রদীপকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে কি-না তা জানেন না তিনি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সার্কেল (রামগতি সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান জানান, স্থানীয় লোকজন হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাজুকে ধরতে পুলিশের অভিযান চলছে।
ঢাকা/লিটন/বকুল