লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উপজেলার চরকাদিরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এলাকায় আশ্রাফ উদ্দিন রাজন রাজু নামে ওই আসামিকে ছিনিয়ে নেন সমর্থকরা। 

রাজু (৪৫) উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ২৬ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার আসামিরা হলেন– ত্রিকোট চন্দ্র দাস, সনজিৎ চন্দ্র দাস, সম্ভু চন্দ্র দাস, মো.

মিলন, আবদুর রহিম, নুর আলম, আব্বাস উদ্দিন, মো. হেলাল উদ্দিন ও ইরা দাস। 

জানা গেছে, শনিবার দুপুরে রাজুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন কমলনগর থানার সহকারী উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল মো. আরজু। তাকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজুর সহযোগী ও স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হ্যান্ডকাফসহ রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে মামলার নয় আসামিকে গ্রেপ্তার করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামি রাজুসহ অপর আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।

উৎস: Samakal

কীওয়ার্ড: লক ষ ম প র আওয় ম ল গ গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি 

এবা‌রের এসএসসি ও সমমান পরীক্ষায় কুড়িগ্রামের তিন‌টি শিক্ষাপ্রতিষ্ঠা‌নে কেউ পাস করেনি। 

কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে এবং ফুলবাড়ী উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পেলেও এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে বিদ্যালয়ে ৯ জন শিক্ষক রয়েছে।

আরো পড়ুন:

জবিতে দুই শিক্ষক ও বাগছাসের নেতাদের ওপর ছাত্রদলের হামলা

এসএসসির ফল নিয়ে বগুড়া জিলা স্কুলে হট্টগোল

প্রধান শিক্ষক রিয়াজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ফুলবাড়ি উপজেলার নজর মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বলেন, বিদ্যালয়টি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২৩ সালে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদানের অনুমতি পেয়েছে। এ বছর ৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তারা সবাই অকৃতকার্য হয়েছে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের আশপাশের গরিব মানুষের বসবাস। পরীক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজের পাশাপাশি পড়ালেখা করছিল। বর্তমানে ওই বিদ্যালয়ে চার জন শিক্ষক ও ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে বলেও তিনি জানান।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শতভাগ ফেল করা বিদ্যালয়ের অবস্থা কেমন তার জানা নেই। সরেজমিনে খোঁজ নিয়ে বিদ্যালয় থেকে কেন কেউ পাস করেনি, সেটির কারণ প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হবে।

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় পাসের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫৮ জন।
 

ঢাকা/বাদশাহ/বকুল

সম্পর্কিত নিবন্ধ