পুলিশের কাছ থেকে আ’ লীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৯
Published: 25th, May 2025 GMT
লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উপজেলার চরকাদিরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এলাকায় আশ্রাফ উদ্দিন রাজন রাজু নামে ওই আসামিকে ছিনিয়ে নেন সমর্থকরা।
রাজু (৪৫) উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ২৬ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন– ত্রিকোট চন্দ্র দাস, সনজিৎ চন্দ্র দাস, সম্ভু চন্দ্র দাস, মো.
জানা গেছে, শনিবার দুপুরে রাজুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন কমলনগর থানার সহকারী উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল মো. আরজু। তাকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজুর সহযোগী ও স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হ্যান্ডকাফসহ রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে মামলার নয় আসামিকে গ্রেপ্তার করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামি রাজুসহ অপর আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।
উৎস: Samakal
কীওয়ার্ড: লক ষ ম প র আওয় ম ল গ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট