অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হাল ছেড়ে না দেওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যেকোনো অবস্থাতেই পরিস্থিতি যা–ই হোক না কেন, তিনি যেন হাল ছেড়ে না দেন।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাঁকে সহযোগিতা করি, তাহলে তিনি চলমান এই সংস্কারপ্রক্রিয়া একটি পর্যায়ে নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তাঁর দায়িত্ব ক্ষ্যান্ত করবেন। একটি সুন্দর গ্রহণযোগ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান।’

সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে মামুনুল হক বলেন, নির্বাচনের জন্য তিনি তাঁর সর্বোচ্চ যে সময়সীমা বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন, কমিটমেন্ট করেছেন যে ২০২৬ সালের জুনের পরে এক ঘণ্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না, ক্ষমতায় থাকবেন না।

প্রধান উপদেষ্টার ওপর আস্থা রাখার জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশেষভাবে অনুরোধ করেছেন উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘আমরা বলেছি যে এই সকল বিষয়ে, বিশেষ করে করিডর ইস্যুতে, বন্দর ইস্যুতে, আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে, সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে।’

হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মামুনুল হক বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন যে তিনি এই বিষয়ে সরাসরি তদারক করবেন এবং আশ্বস্ত করেছেন যে এবার আর এই টাইমের বাইরে যাবে না। এর মধ্যেই ইনশা আল্লাহ এ মামলাগুলোর বিষয়ে আমরা একটি বিহিত পাব।’

নারী সংস্কার কমিশন বিষয়েও নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বলে জানান মামুনুল হক। তিনি বলেন, ‘সেই বিষয়েও তাঁরা আমাদেরকে ইতিবাচক কথাই বলেছেন এবং আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত কোরআন ও সুন্নাহবিরোধী কোনো নীতি, কোনো আইন বাংলাদেশে তাঁরা কার্যকর করার কোনো পদক্ষেপ নেবেন না।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন য

এছাড়াও পড়ুন:

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমাদের প্রত্যাশা—অন্তবর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।’

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে বিএনপি মহাসচিব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সিলেট বিএনপি নেতৃবৃন্দ।

এদিকে বিএনপির মহাসচিব দুপুরে নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে ও বিকেলে বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • তিন নির্বাচনের পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষকদের অনুমতি নয়: সিইসি
  • সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে: মির্জা ফখরুল