বছরে কোন অ্যাপ সবচেয়ে বেশি ডিলিট হয়েছে– এমন প্রশ্ন আসে নানা কারণে। অ্যাপে কোণঠাসা স্মার্টফোন। কাজের প্রয়োজনে রয়েছে বহুমাত্রিক সব অ্যাপ। দরকারি কোনো কাজ বা সময় কাটানো হোক– সবকিছুর জন্যই রয়েছে সুব্যবস্থা। কিন্তু বেশ কিছু অ্যাপ রয়েছে, যা দীর্ঘদিন ব্যবহার করার পর তা যথাযথ মনে হয় না। ফলে কেউ কেউ সেই অ্যাপ মুছে ফেলেন বা ডিলিট করেন। এমনই কিছু অ্যাপ, যা সবচেয়ে বেশি ডিলিট করেছেন ভক্তরা।
সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের কথা অনেকেই জানেন। কিন্তু কোন অ্যাপ সর্বাধিক ডিলিট হয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। সময় এখন সোশ্যাল মিডিয়ার হলেও অ্যাপে ঝামেলা রয়েছে। স্মার্টফোনে যেসব অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার হয়, তার মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রয়েছে সবার থেকে এগিয়ে।
উল্লিখিত সব অ্যাপ দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন স্মার্টফোন ভক্তরা। কিন্তু সময়ের সঙ্গে ফুরিয়ে গেছে ইচ্ছা। হঠাৎ স্টোরেজ চাপে পড়লে বহু অ্যাপই চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সারাবিশ্বে সোশ্যাল মিডিয়া অ্যাপ নিয়ে সব সময়ই চলে বহুমুখী আলোচনা-সমালোচনা। অবাক হতে পারেন জেনে, সবচেয়ে বেশি ডিলিট হওয়া অ্যাপের তালিকায় জায়গা পেয়েছে ইনস্টাগ্রাম। অ্যাপে হাত পড়লেই দৃষ্টিনন্দন সব ছবি, রিলসের দর্শন মেলে; সে অ্যাপ কীভাবে ডিলিট হওয়া অ্যাপের শীর্ষে জায়গা পেয়েছে, তা নিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ কাজ করছে।
সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক ফোন থেকে ইনস্টাগ্রাম ডিলিট করেছেন।
যুক্তরাষ্ট্রের টেক ফার্ম টিআরজি ডেটা সেন্টারের রিপোর্টে জানা গেছে, মেটার থ্রেডস অ্যাপ, যা ৫ দিনে ১০ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করে, তাদের সক্রিয় নিবন্ধনকারী এখন কমেছে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে। সারাবিশ্বে প্রচলিত বহু সোশ্যাল মিডিয়া অ্যাপ এখন গ্রাহককে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নামবে বলে বিশ্লেষকরা বলছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইনস ট গ র ম সবচ য়
এছাড়াও পড়ুন:
স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে পুলিশে সোপর্দ
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যাকারীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (৯ জুলাই) রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সালমা খাতুনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মোস্তফা কামাল। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ সালমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, সালমা খাতুনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তার স্বামী মোস্তফা কামালকে আটক করা হয়েছে। মোস্তফার বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
মুরাদনগরে ৩ জনকে হত্যা: ৮ জন রিমান্ডে
গণপিটুনিতে তিনজনকে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
ঢাকা/রেজাউল/রফিক