কুষ্টিয়ায় নেতা নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও
Published: 1st, July 2025 GMT
কুষ্টিয়া পৌর বিএনপির নেতা নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বাতিলের দাবিতে দলটির জেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন একাংশের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচির সময় কয়েকজন নেতা-কর্মী কাফনের কাপড় গায়ে জড়িয়ে কার্যালয়টির সামনে শুয়ে পড়েন। দুই ঘণ্টার বেশি সময় ধরে করা বিক্ষোভ কর্মসূচিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানান।
এর আগে গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন ওই অংশটির নেতা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। আজকের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘জেলা বিএনপির নেতাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
দলীয় সূত্র জানায়, গত শুক্রবার কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোটের আয়োজন করা হয়েছিল। ওই দিন কুষ্টিয়া সরকারি কলেজ চত্বরে সম্মেলনের পর ভোট গ্রহণ করে রাতে ফলাফল ঘোষণা করা হয়। তবে ফলাফল মানতে অসম্মতি প্রকাশ করেন পরাজিত প্রার্থী কাজল মাজমাদার। তিনি ভোটে কারচুপির অভিযোগ তোলেন।
তবে কাজল মাজমাদারের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার। তিনি বলেন, কারচুপির অভিযোগটি সঠিক নয়। কাজল মাজমাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবার ভোট গণনা করা হয়। এরপর কেন এমন করছেন, তা বোধগম্য নয়। তবে এর মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
আমিরাত থেকে আমদানি হবে ১৭ কার্গো এলএনজি
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ‘সরকার টু সরকার’ পদ্ধতিতে দুই বছরে ১৭ কার্গো এলএনজি আমদানি করতে চায় সরকার। এ জন্য দেশটির সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের অনুমোদিত প্রস্তাবের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জিটুজি ভিত্তিতে ওকিউ ট্রেডিং লিমিটেড, ইউএই থেকে ২০২৫ ও ২০২৬ সালে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি ক্রয়ের দরপ্রস্তাব ও ড্রাফট এলএনজি সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। চুক্তির আওতায় স্বল্প মেয়াদে চলতি বছরে ৫ কার্গো এবং আগামী বছর ১২ কার্গো এলএনজি আমদানি করা হবে।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১ লাখ ১০ হাজার টন সার আমদানি করার ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৮০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৫০ কোটি ৫০ লাখ ৮৬ হাজার টাকা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য পাঁচটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদিত হয়। এ ছয় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৩৭০ কোটি টাকা।
এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্যসেবা বিভাগের তিনটি প্রস্তাবে অনুমোদন হয়েছে। এতে মোট ব্যয় হবে ৪০৪ কোটি ৯১ লাখ টাকা। বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণে ২৩৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।