কমিউনিকেশনসে ভবিষ্যতে কি ক্যারিয়ার গড়া সম্ভব
Published: 7th, October 2025 GMT
ইদানীং অনেকেই জিজ্ঞাসা করছেন, উন্নয়ন খাতে (ডেভেলপমেন্ট সেক্টর) যেহেতু বাজেট কমছে, ভবিষ্যতে কি কমিউনিকেশনসে ক্যারিয়ার গড়া সম্ভব?
সম্ভব কি অসম্ভব, সেটি নিয়ে আমার অভিজ্ঞতা থেকে এবারের লেখা।
নিজেকে স্ট্র্যাটেজিক কমিউনিকেটর হিসেবে তৈরি করতে হবে
এখন আর কী করছি সেটি নয়; বরং কেন করছি সেটির উত্তর জানাটাই গুরুত্বপূর্ণ। শুধু ছবি তোলা, ভিডিও বানানো, প্রেস রিলিজ বা গল্প লেখা যথেষ্ট নয়। এগুলোর প্রভাব কী হতে পারে, তা আগে থেকে অনুমান করতে জানতে হবে এবং বাস্তবেও তার প্রভাব দেখাতে হবে। প্রোগ্রাম বা প্রজেক্টের আউটপুটের সঙ্গে কমিউনিকেশনস লিংক না করলে, এটি সারা জীবন ‘সাপোর্ট রোল’–এ সীমাবদ্ধ থাকবে।
লেখক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সামান্থার হাতে কোটি টাকা হীরার আংটি, নেপথ্যে গ্রিসের ‘রহস্যময়’ কারিগর
প্রেমের গুঞ্জনের মধ্যে বিয়ে সেরেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। সোমবার সকালে ইশা ইয়োগা সেন্টারের লিঙ্গভৈরবী মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়ের ছবি অনলাইনে আসতেই মুহূর্তে হয়ে যায় ভাইরাল। ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে রয়েছে নববধূ সামান্থার হাতে থাকা একটি হীরার আংটি। জানা গেছে, বিশেষ এই আংটির মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরু