যেভাবে জন্ম নিল পাখি

পড়াশোনা ও চাকরির সুবাদে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন সৈয়দপুরের মেয়ে রিপ্রিয়া রাজ পোদ্দার। স্কটল্যান্ড থেকে মাস্টার্স করার পর বাবার ব্যবসায় দুই বছর হাতে-কলমে শিখেছেন ই-কমার্স ও ডিজিটাল বিজ্ঞাপন। এরপর আবার নেদারল্যান্ডসের আমস্টারডামের একটি কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে চাকরিতে যোগ দেন।

করোনার সময় দেশে ফিরে আসেন, সৈয়দপুরে বসেই চলতে থাকে চাকরি। এ সময়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশেই কিছু একটা করতে চাইছিলেন। দেশে এসে নিজের ঘরের জন্য মনমতো চাদর, পর্দার অভাব তাঁকে ভোগাচ্ছিল।

তখনই টের পান, টাকা থাকলেও অনেকে মনমতো বেডিং অনুষঙ্গ খুঁজে পান না। দেশের মানুষের সেই অভাব পূরণ করতেই ঠিক করলেন কাঁথা-বালিশের পোশাক বিক্রি করবেন! তবে তাঁর পণ্যগুলো হবে লাক্সারি।

লাক্সারি বেডিং ব্র্যান্ড পাখি আছে ম্যাট্রেস কভার (ফিটেড শিট), বালিশের কভার, কোলবালিশের কভার, কম্বলের কভার, কাঁথা, কমফোর্টার কভার, থ্রোস, শিশুদের কাঁথা, কুশন কভার, ফ্লোর ম্যাট, রাগস ইত্যাদি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সৈয়দপুরের যে ব্র্যান্ডের হোম টেক্সটাইল যাচ্ছে আন্তর্জাতিক বাজারে

যেভাবে জন্ম নিল পাখি

পড়াশোনা ও চাকরির সুবাদে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন সৈয়দপুরের মেয়ে রিপ্রিয়া রাজ পোদ্দার। স্কটল্যান্ড থেকে মাস্টার্স করার পর বাবার ব্যবসায় দুই বছর হাতে-কলমে শিখেছেন ই-কমার্স ও ডিজিটাল বিজ্ঞাপন। এরপর আবার নেদারল্যান্ডসের আমস্টারডামের একটি কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে চাকরিতে যোগ দেন।

করোনার সময় দেশে ফিরে আসেন, সৈয়দপুরে বসেই চলতে থাকে চাকরি। এ সময়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশেই কিছু একটা করতে চাইছিলেন। দেশে এসে নিজের ঘরের জন্য মনমতো চাদর, পর্দার অভাব তাঁকে ভোগাচ্ছিল।

তখনই টের পান, টাকা থাকলেও অনেকে মনমতো বেডিং অনুষঙ্গ খুঁজে পান না। দেশের মানুষের সেই অভাব পূরণ করতেই ঠিক করলেন কাঁথা-বালিশের পোশাক বিক্রি করবেন! তবে তাঁর পণ্যগুলো হবে লাক্সারি।

লাক্সারি বেডিং ব্র্যান্ড পাখি আছে ম্যাট্রেস কভার (ফিটেড শিট), বালিশের কভার, কোলবালিশের কভার, কম্বলের কভার, কাঁথা, কমফোর্টার কভার, থ্রোস, শিশুদের কাঁথা, কুশন কভার, ফ্লোর ম্যাট, রাগস ইত্যাদি

সম্পর্কিত নিবন্ধ