সিট নবায়ন নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আনন্দ মোহন কলেজ বন্
Published: 13th, January 2025 GMT
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর কলেজ ও হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ।
তিনি বলেন, ‘‘চলমান পরিস্থিতি স্থিতিশীল করতে আগামী তিন দিন কলেজের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য হলও বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’’
এর আগে, রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে হলের সিট নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা/মিলন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন দিনেই জিতল ময়মনসিংহ ও রংপুর, ৬ উইকেট আশরাফুল ও গালিবের
ময়মনসিংহের প্রথম জয়, গালিব ও আশরাফুলের ৬ উইকেট
জাতীয় ক্রিকেট লিগে এবারই অভিষেক ময়মনসিংহ বিভাগের। নবাগত দলটি চতুর্থ রাউন্ডে প্রথম জয়ের দেখা পেয়েছে। চট্টগ্রামে আজ তিন দিনের মধ্যে স্বাগতিক চট্টগ্রামকে ২৫১ রানে হারিয়েছে ময়মনসিংহ। ৩১১ রানের লক্ষ্য পাওয়া চট্টগ্রাম আজ দ্বিতীয় ইনিংসে অলআউট ৫৯ রানে। জাতীয় লিগে চট্টগ্রামের এটিই দলীয় সর্বনিম্ন।
ময়মনসিংহের পেসার আসাদউল্লাহ গালিব ২১ রানে নিয়েছেন ৬ উইকেট। ১৩ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে গালিবের এটিই সেরা বোলিং। দলটির অধিনায়ক শুভাগত হোম নিয়েছেন ৩ উইকেট। আজ ৬ উইকেট পেয়েছেন চট্টগ্রামের আশরাফুল হাসানও। ময়মনসিংহের দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। আট ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৬ উইকেট পেলেন ২০ বছর বয়সী আশরাফুল। ২ উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ময়মনসিংহ অলআউট হয় ২৩২ রানে।
রংপুরের প্রথম জয়, মুকিদুলের ৫ উইকেট৫ উইকেট পেয়েছে মুকিদুল ইসলাম