প্রকল্পের অর্থ আত্মসাৎ: রাজশাহীর সাবেক এমপি কালামের বিরুদ্ধে মামলা
Published: 22nd, January 2025 GMT
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা করেন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন। আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদের এমপি ছিলেন। এর আগে তিনি তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন।
মামলার অন্য আসামিরা হলেন– রাজশাহীর পবা থানার সমসাদীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের ও তাহেরপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক।
মামলার এজাহারে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য তাহেরপুর পৌর এলাকায় অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ ও শহররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলেছে। কিন্তু আসামিরা কাজ যথাযথভাবে না করে, প্রকল্প বাস্তবায়ন হয়েছে দেখিয়ে ৩৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা পাঁচ মামলায় গত ৩ অক্টোবর সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পর থেকে আদালতের আদেশে তিনি কারাগারে আছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প
এছাড়াও পড়ুন:
সাভারে চলন্ত বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩
ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে বাসের হেলপার ও দুই যাত্রীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।
শুক্রবার দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
বাসটির কয়েকজন যাত্রী জানান, শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে সাভারের ঢাকা–আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য বাসটি থামানো হয়। এ সময় দুই ছিনতাইকারী ধারালো চাকু হাতে বাসে উঠেই সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা কয়েকজন নারীর গলা থেকে চেইন কেড়ে নেয়। একপর্যায়ে বাসের পেছনের দিকের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় কয়েকজন বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যায়।
ভুক্তভোগী এক নারী যাত্রী বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে ধানমন্ডি যাওয়ার জন্য শুভযাত্রা বাসটিতে উঠেছিলাম। ব্যাংক টাউন পার হওয়ার পর যাত্রীবেশে দুইজন ছিনতাইকারী বাসে উঠেন। তারা আমার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়েছে। পরে তারা বাসের পেছনের যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় অন্য যাত্রীরা বাধা দিলে ছিনতাইকারীরা বাসের হেলপারসহ কয়েকজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।