চট্টগ্রামের রাউজানে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজনীতির যেই ভয়ংকর চিত্র রবিবার সমকালের এক প্রতিবেদনে তুলিয়া ধরা হইয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ আগস্ট হইতে ২১ মার্চ পর্যন্ত ৭ মাসে ৭ জন খুন হইয়াছেন। সমকাল অনলাইনের সংবাদ অনুযায়ী, শনিবারও তথায় একজন খুন হইয়াছেন। উক্ত এলাকায় একদিকে জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী-সমর্থক খুনের শিকার হইতেছেন, অন্যদিকে বিএনপির দ্বিধাবিভক্ত রাজনীতির কারণে পুনরায় দাম্ভিক অবস্থান ঘোষণা করিতেছে রাজনৈতিক সন্ত্রাসীরা। গোষ্ঠীদ্বন্ধ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করিয়া ঘটিতেছে ধারাবাহিক হত্যার ঘটনা। এহেন পরিস্থিতি যদ্রূপ রাজনীতি, তদ্রূপ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আত্মঘাতী হইতে বাধ্য।
আমরা জানি, কয়েক দশক ধরিয়া দক্ষিণ চট্টগ্রামের এই অঞ্চল ‘সন্ত্রাসের জনপদ’রূপে পরিচিতি পাইয়াছে। মূলত এলাকায় প্রাধান্য বিস্তারের অপপ্রয়াস ঘিরিয়া দেশের তৎকালীন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সাংঘর্ষিক রাজনীতি এবং দল দুইটির অভ্যন্তরীণ কোন্দলই এহেন কুখ্যাতির কারণ। প্রত্যাশা ছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এলাকায় শান্তি আসিবে। বিশেষত বিগত ১০ বৎসরের এলাকার দোর্দণ্ডপ্রতাপশালী নেতার পরিণতি দেখিয়া বিএনপি নেতারা জনবাসনা উপলব্ধি করিতে পারিবেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বিএনপির অন্তর্কোন্দলের কারণে সেই আশার গুড়ে বালি পড়িয়াছে। রাজনীতির বিভেদ ৫ আগস্টের পরও রাউজানকে রক্তাক্ত করিয়া চলিতেছে।
আলোচ্য প্রতিবেদনমতে, ৫ আগস্টের পর বিএনপির দুই গ্রুপে শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটিয়াছে। এই সকল ঘটনায় বিএনপি নেতাকর্মীসহ অন্তত তিন শতাধিক মানুষ আহত হইয়াছেন। স্বাভাবিকভাবেই এলাকার নিরীহ বাসিন্দারা আতঙ্কে দিন কাটাইতেছেন। ব্যবসা-বাণিজ্যসহ জীবন-জীবিকাও স্বাভাবিক থাকিবার কথা নহে।
প্রতিবেদনে শুধু রাউজানের কথা বলা হইলেও দেশের অনেক স্থানে অভিন্ন পরিস্থিতি বিরাজ করিবার আশঙ্কা উড়াইয়া দেওয়া যায় না। ক্ষমতাচ্যুত সরকারের সদস্য এবং উহার সমর্থকদের মধ্যে যাহারা বিবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল, তাহাদের আইনি প্রক্রিয়ায় শাস্তি প্রদান জনআকাঙ্ক্ষা, সত্য। কিন্তু ইহার অর্থ কোনো প্রকারেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থকরণে আইন স্বীয় হস্তে তুলিয়া লওয়া নহে। আমরা জানি, বিগত কয়েক মাসে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়া ঢাকাসহ সমগ্র দেশে অনেককে হেনস্তা, এমনকি হত্যাও করা হইয়াছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও দখল করা হইয়াছে। আমরা মনে করি, আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনকারী এহেন হিংসা ও হানাহানি গণঅভ্যুত্থানে দলে দলে যে সাধারণ মানুষ যুক্ত হইয়াছিলেন, তাহাদেরই শুধু হতাশ করিতেছে না; রাষ্ট্র ও সমাজের সংহতিকেও দুর্বল করিয়া দিতেছে। উপরন্তু, আন্তর্জাতিক পরিসরেও দেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ার শঙ্কা উড়াইয়া দেওয়া যায় না।
স্বীকার্য, গণঅভ্যুত্থানের পর পুলিশ অদ্যাবধি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসে নাই। উহাদের সহযোগিতার জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মাঠে থাকিলেও, বিশাল পুলিশ বাহিনীর ঘাটতি পূরণ তাহাদের পক্ষে এক প্রকার অসম্ভব। এই অবস্থায় স্বীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখিবার দায় রাজনৈতিক দলগুলির উপরেই বর্তায়। আমরা জানি, বিএনপির কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে বহু দলীয় নেতাকর্মীকে বিবিধ অপকর্মে সংশ্লিষ্ট হইবার দায়ে সংগঠন হইতে বহিষ্কারসহ নানা প্রকার শাস্তি দিয়াছে। কিন্তু এবম্বিধ পদক্ষেপ যে পরিস্থিতির উপর তেমন ইতিবাচক প্রভাব ফেলিতে পারিতেছে না, রাউজান তাহার প্রমাণ।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর স থ ত ন ত কর ম ব এনপ র এল ক য় র জন ত হইয় ছ আগস ট
এছাড়াও পড়ুন:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা বিভাগ থেকে আদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুন:
রানের পাহাড়ে চড়ে গলায় রেকর্ডের মালা
টেক্টরকে ফেরালেন তাইজুল
আদেশে বলা হয়েছে, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুথানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে। এ গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট ২০২৪ সালে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। চব্বিশের ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ও স্বীকৃতি লাভ করে। রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে এবং এই কমিশনগুলো স্ব স্ব প্রতিবেদন সরকারের কাছে পেশ করে।
আদেশে বলা হয়েছে, প্রতিবেদনগুলোতে অন্তর্ভুক্ত সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। জাতীয় ঐকমত্য কমিশন গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোটের সাথে আলোচনাক্রমে সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কারের সুপারিশ সম্বলিত জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করে এবং রাজনৈতিক দল ও জোটগুলো সম্মিলিতভাবে এ সনদে স্বাক্ষর ও তা বাস্তবায়নের অঙ্গীকার করে।
আদেশে আরো বলা হয়েছে, সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন এবং এ উদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রয়েছে। তাই জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন সম্পন্ন করার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে, রাষ্ট্রপতি এই আদেশ জারি করলেন। এই আদেশ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। খবর বাসসের।
ঢাকা/এসবি