রিয়াল মাদ্রিদ সমর্থকেরা কেন নিজেদের খেলোয়াড়দের শিষ দেয়
Published: 4th, May 2025 GMT
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল কিলিয়ান এমবাপ্পের (৩৪টি), যা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রের (২১) চেয়ে দেড় গুণের বেশি। অথচ এপ্রিলেই সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুটি ম্যাচে গ্যালারি থেকে শিস শুনতে হয়েছে তাঁকে।
এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন বছরখানেক আগে। এমন অভিজ্ঞতা নতুন। তবে রিয়াল মাদ্রিদে খেলে যাওয়া অনেক কিংবদন্তিই জানেন, এই ক্লাবের সমর্থকেরা কখনো কখনো রূঢ় হয়ে ওঠেন। তাঁরা শিস দেন। ক্রিস্টিয়ানো রোনালদো, ইকার ক্যাসিয়াস, গ্যারেথ বেল কিংবা গত শতাব্দীর আলফ্রেডো ডি স্টেফানো—সবাইকেই কখনো না কখনো রিয়াল সমর্থকদের শিস সহ্য করতে হয়েছে।
ইংল্যান্ডের ফুটবলে গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়। স্পেনে দেওয়া হয় শিস। এই শিসের অর্থ, ‘তুমি বাজে খেলছ’, ‘তোমার খেলা ভালো লাগছে না’। এককথায় বললে খেলোয়াড়ের ওপর একধরনের চাপ তৈরির চেষ্টা থেকেই এই শিস দেওয়া। প্রশ্ন হচ্ছে, অন্য অনেক দলের তুলনায় রিয়াল মাদ্রিদ সমর্থকেরা নিজেদের খেলোয়াড়দের এই চাপটা কেন বেশি দেন?
নিউইয়র্ক টাইমসের ক্রীড়া পোর্টাল দ্য অ্যাথলেটিক এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। মোটাদাগে দুটি প্রসঙ্গ উঠে এসেছে। একটি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট, আরেকটি মনস্তাত্ত্বিক প্রভাব।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল খেলোয়াড়দের শিষ দেন রিয়াল সমর্থকেরা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোর যাত্রা শুরু ভারতের
এশিয়া কাপের এবারের আসরে গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সুপার ফোরের ম্যাচেও যথারীতি পাকিস্তানকে হারিয়ে শুরু করলো তারা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
আরো পড়ুন:
কক্সের ব্যাটিং ঝলক আর বোলারদের দাপটে ইংল্যান্ডের সিরিজ জয়
ভারতকে ১৭২ রানের টার্গেট ছুড়ল পাকিস্তান
ঢাকা/আমিনুল