আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী টেইলর নামের এক ব্যক্তি অফিস শেষে সন্ধ্যায় নির্জন পার্কিং লটে হাঁটার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে অ্যাপল ওয়াচের ‘ফল ডিটেকশন’ সুবিধা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ‘ইমারজেন্সি এসওএস’–এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জরুরি সেবা নম্বর কল করে এবং ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয়। এরপর জরুরি সেবা পরিচালনাকারী কর্তৃপক্ষ দ্রুত তাঁকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। চিকিৎসকদের তথ্যমতে, টেইলরের ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে হার্টে অক্সিজেনের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত চিকিৎসা না পেলে তিনি মারা যেতে পারতেন।

সুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের অভিজ্ঞতা তুলে ধরে টেইলর লেখেন, ‘আমি গাড়ির পেছনে পৌঁছানোর আগেই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি, আমি রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছি, আর আমার অ্যাপল ওয়াচ কাঁপছে এবং এসওএস সংকেত পাঠাচ্ছে।’

আরও পড়ুনঘুমন্ত নারীর প্রাণ বাঁচাল অ্যাপল ওয়াচ২২ জুন ২০২৩

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক এক প্রতিবেদনে জানিয়েছে, টেইলর কয়েক দিন ধরেই সর্দি–কাশিতে ভুগছিলেন। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সাধারণ ঠান্ডা অথবা কোভিডের হালকা উপসর্গ। কিন্তু একদিন অফিস শেষে নির্জন পার্কিং লটে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে যান এবং জ্ঞান হারান।

আরও পড়ুনঅ্যাপল ওয়াচের ইসিজি কীভাবে কাজ করে০৪ জানুয়ারি ২০২৩

প্রসঙ্গত, অ্যাপল ওয়াচে থাকা অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সর ব্যবহারকারীর চলাচলের ধরন পর্যবেক্ষণ করতে পারে। আর তাই ব্যবহারকারী হঠাৎ পড়ে গেলে ঘড়িটি অ্যালার্ম বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করার পাশাপাশি পর্দায় সতর্কবার্তা দেখায়। ব্যবহারকারী এক মিনিটের মধ্যে সাড়া না দিলে ঘড়িটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় কল করে এবং জিপিএস প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুনকিশোরের জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ০৮ জানুয়ারি ২০২৩.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র ট ইলর

এছাড়াও পড়ুন:

আইফোনের আদলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও আসতে পারে ইমার্জেন্সি লাইভ ভিডিও–সুবিধা

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, জরুরি মুহূর্তে নির্ভরযোগ্য সহায়ক সরঞ্জামও। দুর্ঘটনা বা বিপদের সময় ব্যবহারকারীরা ফোনের মাধ্যমে যেমন দ্রুত প্রিয়জনদের খবর দিতে পারেন, তেমনি সরাসরি জরুরি সেবায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরই মধ্যে ‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’–সুবিধা চালু করেছে অ্যাপল। গুগলও তাদের পিক্সেল ফোনে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দুর্ঘটনা শনাক্তকরণ, সেফটি চেক ও সংকটকালীন সতর্ক বার্তা পাঠানোর মতো সুবিধা চালু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে আইফোনের মতোই জরুরি সেবায় লাইভ ভিডিও পাঠানোর সুবিধা।

গত বছর ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও–সুবিধা চালু করে অ্যাপল। এ সুবিধার মাধ্যমে জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে বিপদগ্রস্ত ব্যক্তির আইফোনের ক্যামেরা চালু করে ঘটনাস্থলের সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। ব্যবহারকারীর পক্ষে এসব ভিডিও বা ছবি সংরক্ষণ করা সম্ভব না হলেও জরুরি সেবাকর্মীরা সংরক্ষণ করতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে সম্প্রতি বেশ কিছু নতুন কোড শনাক্ত করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘শেয়ার লাইভ ভিডিও’ ও ‘ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইয়োর ক্যামেরা টু ভিউ দিস ইমার্জেন্সি।’ এতে ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও শিগগির জরুরি সেবার সঙ্গে সরাসরি লাইভ ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন।

অ্যান্ড্রয়েড ফোনে জরুরি মুহূর্তে লাইভ ভিডিও–সুবিধা চালুর বিষয়ে এখনো গুগলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ফোনে চালু হবে, না শুধু গুগলের পিক্সেল ফোনে সীমাবদ্ধ থাকবে, সেটিও পরিষ্কার নয়।

প্রসঙ্গত, বর্তমানে গুগলের পিক্সেল ফোনে সীমিত পর্যায়ে জরুরি ভিডিও ধারণের সুবিধা চালু রয়েছে। এই সুবিধায় সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত ভিডিও ধারণ করার পর ১৫ সেকেন্ডের মধ্যে ভিডিওর লিংক স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত জরুরি নম্বরে পাঠানো যায়। তবে অ্যাপলের মতো সরাসরি জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারেন না।

সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত নিবন্ধ

  • আইফোনের আদলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও আসতে পারে ইমার্জেন্সি লাইভ ভিডিও–সুবিধা