আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী টেইলর নামের এক ব্যক্তি অফিস শেষে সন্ধ্যায় নির্জন পার্কিং লটে হাঁটার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে অ্যাপল ওয়াচের ‘ফল ডিটেকশন’ সুবিধা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ‘ইমারজেন্সি এসওএস’–এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জরুরি সেবা নম্বর কল করে এবং ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয়। এরপর জরুরি সেবা পরিচালনাকারী কর্তৃপক্ষ দ্রুত তাঁকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। চিকিৎসকদের তথ্যমতে, টেইলরের ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে হার্টে অক্সিজেনের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত চিকিৎসা না পেলে তিনি মারা যেতে পারতেন।

সুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের অভিজ্ঞতা তুলে ধরে টেইলর লেখেন, ‘আমি গাড়ির পেছনে পৌঁছানোর আগেই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি, আমি রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছি, আর আমার অ্যাপল ওয়াচ কাঁপছে এবং এসওএস সংকেত পাঠাচ্ছে।’

আরও পড়ুনঘুমন্ত নারীর প্রাণ বাঁচাল অ্যাপল ওয়াচ২২ জুন ২০২৩

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক এক প্রতিবেদনে জানিয়েছে, টেইলর কয়েক দিন ধরেই সর্দি–কাশিতে ভুগছিলেন। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সাধারণ ঠান্ডা অথবা কোভিডের হালকা উপসর্গ। কিন্তু একদিন অফিস শেষে নির্জন পার্কিং লটে গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে যান এবং জ্ঞান হারান।

আরও পড়ুনঅ্যাপল ওয়াচের ইসিজি কীভাবে কাজ করে০৪ জানুয়ারি ২০২৩

প্রসঙ্গত, অ্যাপল ওয়াচে থাকা অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সর ব্যবহারকারীর চলাচলের ধরন পর্যবেক্ষণ করতে পারে। আর তাই ব্যবহারকারী হঠাৎ পড়ে গেলে ঘড়িটি অ্যালার্ম বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করার পাশাপাশি পর্দায় সতর্কবার্তা দেখায়। ব্যবহারকারী এক মিনিটের মধ্যে সাড়া না দিলে ঘড়িটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় কল করে এবং জিপিএস প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুনকিশোরের জীবন বাঁচাল অ্যাপল ওয়াচ০৮ জানুয়ারি ২০২৩.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র ট ইলর

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ