সোমার দেয়ালে ধাক্কা খেয়েই ডুবল বার্সার তরী
Published: 7th, May 2025 GMT
দুই দল মিলিয়ে ম্যাচে গোল করল ৭টি, এরপরও ম্যাচসেরার পুরস্কার জিতল কিনা গোলরক্ষক! এতেই বুঝা যায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে কি দারুণ মহারণ উপহার দিয়েছে ইন্টার মিলান ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের একের পর এক প্রচেষ্টা প্রতিহিত করে ২০২৩ সালের পর আবারও নেরাজ্জুরিদের ফাইনালে তুললেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার।  
সান সিরোতে রোমাঞ্চকর দুই লেগ শেষে ইন্টার ৭-৬ অ্যাগ্রিগেটে জয়ী হয়। এই ম্যাচে সোমার সাতটি দুর্দান্ত সেভ করেন। তার অতিমানবীয় পারফরম্যান্সেই ঘরের মাঠ সান সিরোতে আশি হাজার দর্শকের গর্জন পূর্ণতা লাভ করে।
রোলার কোস্টারের মতো চলা ম্যাচের ১১৪তম মিনিটে ইন্টার এগিয়ে ছিল ৪-৩ ব্যবধানে। এই সময় বার্সার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের একটি দুর্দান্ত এক বাঁকানো শট সোমার পোস্টের বাইরে ঠেলে দেন। মাঠের প্রতিটি মানুষের তখন চোখ ছানাবড়া হওয়ার মতো অবস্থা। মূলই এই সেভটাই স্বাগতিকদের ফাইনালে তুলেছে।
আরো পড়ুন:
ইন্টার পরীক্ষায় ফেল বার্সা
ইন্টার-বার্সা সেমিফাইনালে ফিরে আসছে ২০১০ সালের স্মৃতি
ম্যাচ শেষে সোমার বলেন, “আমি খুব খুশি, অবিশ্বাস্য ম্যাচ এক ছিল। দল আজ রাতে অসাধারণ কিছু করেছে। লামিনের শেষ শটটি যেভাবে ঠেকাতে পেরেছি, সেটি অবশ্যই বিশেষ। ও (ইয়ামাল) একজন দুর্দান্ত খেলোয়াড়, সবসময় ড্রিবল করে ভেতরের দিকে এসে শট নেয়। আমি খুশি সেটা গোল হয়নি। এই ম্যাচ প্রমাণ করে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম। আচেরবি যা করলো.                
      
				
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ইন ট র ম ল ন ইন ট র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ্যুম
স্থপতি মেরিনা তাবাশ্যুম বলেছেন, প্রশংসা অনেক সময় মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এওয়ার্ড পেলে অনেক সময় মানুষের প্রশংসা কাজের বিঘ্ন ঘটায়।
তিনি বলেন, `আপনি যখন অ্যাওয়ার্ড পান মানুষ আপনাকে মাথায় তুলে ফেলে। আপনি নিজেকে ভাবতে থাকেন আমি কি না জানি কি হয়ে গেলাম। ওখান থেকে নিজেকে আবার মাটিতে নামানোটা একটা প্রসেস...নিজেকে মাটিতে গ্রাউন্ডেড করার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়।'
আজ মঙ্গলবার প্রথম আলোর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ বছর ‘সত্যই সাহস’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে দিনটি পালন করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সারা দেশের কর্মীদের অংশগ্রহণে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দশটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কারসহ থাকছে নানা অনুষ্ঠান।
মেরিনা তাবাশ্যুম মনে করেন, অ্যাওয়ার্ড অনেক সময় মানুষের যোগ্যতা ধরে রাখতে সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, `অ্যাওয়ার্ড পেলে একটু প্রবলেমেটিক। সময় নষ্ট করে মানুষজন ডাকে, কথা বলতে চায়। বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার জন্য ইনভাইট করে।'
একজন স্থপতি হিসেবে মেরিনা তাবাশ্যুম সবসময় আশা নিয়ে কাজ করেন বলে জানান। তিনি বলেন, যারা স্থপতি, যত দুর্যোগই আসুক, তাঁদের আশা নিয়ে কাজ করতে হয়। তাই তিনি দিনের শুরুতে নেতিবাচক খবর পড়া থেকে বিরত থাকেন বলেও জানান।