এবার ব্যালন ডি’অর কার, রাফিনিয়া বললেন ফেবারিট পাঁচজনের নাম
Published: 10th, May 2025 GMT
এবার ব্যালন ডি’অর তাহলে কার?
এটা বিশ্বকাপের বছর নয়, ইউরো বা কোপা আমেরিকারও নয়। যে বছর এ রকম বৈশ্বিক টুর্নামেন্ট থাকে, সে বছরের ব্যালন ডি’অরের জন্য ওই টুর্নামেন্টের পারফরম্যান্স হয়ে ওঠে প্রধান বিবেচ্য। এই বছর যেহেতু সে রকম কিছু নেই, চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সই হতে পারে বড় বিবেচনার বিষয়, সঙ্গে লিগের পারফরম্যান্স।
তো সেই বিবেচনায় কারা এগিয়ে? পিএসজির উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ভিতিনিয়া, ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ, ডেঞ্জেল ডামফ্রিস, বার্সেলোনার রাফিনিয়া, পেদ্রি, লামিয়ে ইয়ামাল, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিভারপুলের মোহাম্মদ সালাহ—ঘুরেফিরে এই নামগুলোই আসছে আলোচনায়।
সেখান থেকে যদি আরও ছোট একটা তালিকা করা হয়, তাহলে কারা থাকবেন? প্রশ্নটা করা হয়েছিল এবার ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়াকে।
তিনি কাদের রেখেছেন জানেন? নিজের দুই বার্সা–সতীর্থ—লামিনে ইয়ামাল ও পেদ্রি, রিয়াল মাদ্রিদের দুই সুপারস্টার—ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে আর লিভারপুলের রাজপুত্র মোহাম্মদ সালাহকে! এরাই রাফিনিয়ার চোখে সেরা পাঁচ। তাঁর কথা, ‘লামিনে, সালাহ, এমবাপ্পে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ
বাংলাদেশি তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন যেন হয়ে উঠেছেন দলের নতুন ভরসা। মিরপুরের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার জাদুকরী পারফরম্যান্সে ফিরেছে বাংলাদেশের পুরনো ছন্দ, ফিরেছে হাসিও। দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। আর সেই জয়ের নেপথ্যে সবচেয়ে উজ্জ্বল নাম রিশাদ হোসেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার মিরপুরে বল হাতে আবারও আগুন ঝরালেন এই ২২ বছর বয়সী লেগস্পিনার। ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে তুলে নিলেন ৩ উইকেট। সিরিজের প্রথম ম্যাচেই ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। দ্বিতীয় ম্যাচে যোগ করেন আরও ৩টি শিকার। সব মিলিয়ে তিন ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে গড়লেন ইতিহাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বের যেকোনো স্পিনারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন রিশাদের।
আরো পড়ুন:
সৌম্য-সাইফের তাণ্ডব থামল, রেকর্ডের পাতায় তাদের অর্জন
১৭ বছরে এই প্রথম কোহলির এমন অস্বস্তিকর রেকর্ড
এই রেকর্ডের আগের মালিক ছিলেন বিশ্বের দুই নামকরা লেগস্পিনার অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের রশিদ খান। দুজনই ১১ উইকেট করে নিয়ে ভাগ করে নিয়েছিলেন শীর্ষস্থান। কিন্তু মিরপুরে রিশাদের ঝড়ো পারফরম্যান্সে সেই রেকর্ড এখন এককভাবে বাংলাদেশের তরুণ তারকার দখলে।
তবে এখানেই শেষ নয়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন রিশাদ দ্বিতীয়। তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশেরই মোস্তাফিজুর রহমান। যিনি ২০১৫ সালে ভারতের বিপক্ষে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে অমর কীর্তি গড়েছিলেন।
রিশাদের নাম এখন সেই তালিকায় মোস্তাফিজ, ভাসবার্ট ড্রেকস ও মাশরাফি বিন মুর্তজার পাশে।
বল হাতে যেমন সফল, ব্যাট হাতে তেমনি কার্যকর অবদান রেখেছেন এই তরুণ অলরাউন্ডার। তার সাহসী পারফরম্যান্সেই বাংলাদেশ পেয়েছে প্রতীক্ষিত সিরিজ জয়, আর তিনি নিজে হয়েছেন ‘সিরিজসেরা’।
ঢাকা/আমিনুল