দেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংক ইস্টার্ণ ব্যাংক পিএলসি ‘কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকে ক্যাশ এরিয়া (ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ) বিভাগের এ পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ইস্টার্ণ ব্যাংক ক্যাশ এরিয়ায় (ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ) কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা—

বাণিজ্যে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে

স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে

ন্যূনতম ১ থেকে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে

চমৎকার যোগাযোগদক্ষতা এবং আন্তব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে, পাশাপাশি পর্যাপ্ত কম্পিউটার জ্ঞানে দক্ষ হতে হবে

দলগতভাবে কাজ করতে পারদর্শী, ইতিবাচক মানসিকতাসম্পন্ন এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, মানি লন্ডারিং প্রতিরোধসংক্রান্ত নির্দেশনা এবং অ্যান্টি–মানি লন্ডারিং (Anti-Money Laundering) নিয়ম মেনে চলার মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়৮ ঘণ্টা আগে

বেতন: প্রবেশনের সময়ে বেতন হবে ৩৬,০০০ টাকা। প্রবেশনের সময় ৬ মাস। ৬ মাসের প্রবেশন শেষে বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন প্রার্থীরা।

আবেদনের বয়স: নির্ধারিত নয়

আরও পড়ুন৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–২৫ ঘণ্টা আগে

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৩ মে ২০২৫

আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ৮ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অফ স র

এছাড়াও পড়ুন:

হাতিয়ায় সোনার গয়না ও অস্ত্র উদ্ধার, ডাকাতির ঘটনায় জড়িত চারজন আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত তিন ব্যক্তি ও একজন স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশের যৌথবাহিনী। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাতিয়ার বুড়ির চরে এই অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ ভরি সোনার গয়নাও উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ বলেন, সোমবার গভীর রাতে হাতিয়ার বুড়ির চরে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা এক বিশেষ অভিযান পরিচালনা করেন।‌ অভিযানে এলাকার ডাকাত দল শামীম বাহিনীর ৩ সদস্য সোহেল উদ্দিন (২৩), সুমন উদ্দিন ( ৩০) ও পারুল বেগমকে (৩২)  আটক করা হয়।

হারুন অর রশিদ বলেন, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা ওজনের তামার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া চুড়ি এবং ১০ ভরি ১০ আনা রূপা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল মজুত রাখার অভিযোগে ওই জুয়েলার্সের মালিক উজ্জ্বল বণিককে (৪২) আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়,আটক তিন ডাকাতের বাড়ি হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নে। আর স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওছখালী বাজার এলাকায়।আসামিদের আজ বিকেলে আইনি প্রক্রিয়া শেষ করে হাতিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ