বৈদ্যুতিক গাড়ি জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ছে। বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও দেশের বিভিন্ন প্রান্তে চার্জিং স্টেশন না থাকায় বেশ সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রামে চার্জিং স্টেশন চালু করেছে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। ‘এখন চার্জ’ নামের চার্জিং স্টেশনটিতে যেকোনো প্রতিষ্ঠানের তৈরি বৈদ্যুতিক গাড়ি ২০ মিনিটের মধ্যে পুরো চার্জ করা যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮০ কিলোওয়াট ক্ষমতার চার্জিং স্টেশনটিতে কম্বাইন্ড চার্জিং সিস্টেম টাইপ–২ প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক গাড়ি চার্জ করা যাবে। ‘এখন চার্জ’ অ্যাপের মাধ্যমে স্টেশনের অবস্থান জানাসহ বিল পরিশোধ করতে পারবেন ব্যবহারকারীরা।

আরও পড়ুনবৈদ্যুতিক গাড়ির ক্রেতারা কেন ফিরে যেতে চাচ্ছেন তেল-গ্যাসের গাড়িতে২৭ জুন ২০২৪

দেশের বিভিন্ন স্থানে উন্নত প্রযুক্তির চার্জিং স্টেশন স্থাপনের লক্ষ্যে সিমেন্স, ভল্টিক, অরোরা ও টিবিইএ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। এরই মধ্যে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির একটি চার্জিং স্টেশন চালু রয়েছে। দেশের উত্তর ও পূর্বাঞ্চলেও চার্জিং স্টেশন স্থাপন করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১৫৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকেই তা কার্যকর হবে। 

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম হয়েছে এক লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা।

এর আগে সোমবার স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৯ টাকা কমিয়ে এক লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা কমিয়ে এক লাখ ৩৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৯৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ১৩ হাজার ৩৩৯ টাকা। 

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ