পাস করে যাওয়ার পর আর আসা হয়নি। আমার কনভোকেশনও নিইনি। প্রায় ২০ বছর পর এবারই প্রথম এলাম। এসে ভালো লাগছে। মনে হচ্ছে, আগেও আসা দরকার ছিল। পুরোনো স্মৃতিগুলো মনে পড়েছে, কলাভবনে ঘুরে এলাম; এখানে ক্লাস করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। রোকেয়া হলে থেকেছি, লাইব্রেরি … আগের কথাগুলো মনে পড়ছে। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে কত বছর পর! এখন তো একেকজনের জীবন একেক রকম। 

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ১৯৯৮-৯৯-এর পুনর্মিলনী অনুষ্ঠানে এসে এভাবেই স্মৃতিচারণ করলেন লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্রী রোকসানা পারভীন। বর্তমানে তিনি ডেমরা তাঁর বাসার কাছাকাছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। 

পুনর্মিলনী উপলক্ষে এদিন টিএসসি চত্বরে ছিল দেশের নানা প্রান্ত থেকে ১৯৯৮-৯৯ বর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের ভিড়। তারা বর্তমানে কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ‘বন্ধুত্বের ২৬ বছর’ নাম নিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠানে এসে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে ওঠেন গল্প, আড্ডা, আনন্দ আর স্মৃতিচারণে। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক উপহার, ছবি তোলা, কুইজ, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি। 

লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্রী উম্মে জাকিয়া সূচি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি বলেন, এখন তো প্রফেশনাল লাইফে ঢুকেছি, কারও সঙ্গে দেখা হয় না। নিত্যদিনের জীবনে অনেক ঝামেলা-চাপ থাকে। আজকের দিনটায় হালকা লাগছে। যেন সেই ফার্স্ট ইয়ারের ক্যাম্পাস জীবনে ফেরত চলে এসেছি।  

সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ইলিয়াস হোসেন জানান, বর্তমানে তিনি প্রথম সারির একটি পত্রিকায় কর্মরত। পুরোনো দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, এখনও বন্ধুদের সান্নিধ্য পেলে মনে হয় ইউনিভার্সিটির সেই তারুণ্যদীপ্ত সময়ে ফেরত গেছি। বিশ্ববিদ্যালয় ছাড়ার পর ২০ বছর পার হলেও মনে হয় বন্ধুত্ব আগের মতোই আছে। 

মাস্টারদা সূর্য সেন হলের মার্কেটিং বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলম সরকার বলেন, সব বন্ধুর সঙ্গে স্মৃতিচারণ করেছি। র্যা লিতে অংশ নিলাম। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। খুবই ভালো লাগছে। 

পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক শেখ সেলিম রেজা বলেন, সবার আগে আমরা, আমাদের বন্ধুত্ব। জীবনে যত ব্যস্ততা থাকুক, আমরা প্রতিবছর মিলিত হতে চাই। এবার ঘোষিত হবে আগামী বছর কবে অনুষ্ঠানটি হবে। এই মিলনমেলা আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ