তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা আয়োজনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সিএসই কার্নিভ্যাল অনুষ্ঠিত
Published: 18th, May 2025 GMT
তথ্যপ্রযুক্তিভিত্তিক নানান আয়োজনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিন দিনব্যাপী সিএসই কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৩ মে ২০২৫ তারিখে উদ্বোধন করা হয় তিন দিনব্যাপী উৎসব ‘AUB CSE Carnival 2025”। অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণভাবে এই কার্নিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক আবুল হাসান এম সাদেক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক জাফর সাদেক। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক শাহজাহান খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো.
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক আবুল হাসান এম সাদেক তাঁর উদ্বোধনী বক্তব্যের শুরুতেই এমন একটি সুন্দর আয়োজনের জন্য বিভাগীয় প্রধান ও ডিন সহযোগী ওবায়দুর রহমানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সিএসসি ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হবে এবং প্রযুক্তিতে দক্ষ ও যোগ্য লোক তৈরি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
উপাচার্য শাহজাহান খান বলেন, বর্তমান এই যুগে প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই, আর সিএসই কার্নিভ্যালের মতো অনুষ্ঠান ছাত্রদের প্রযুক্তিতে দক্ষ হওয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
তথ্যপ্রযুক্তিভিত্তিক সিএসই কার্নিভ্যালের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের পর আন্তবিভাগীয় আইসিটি অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় আন্তবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট।
১৫ মে ২০২৫ তারিখে কার্নিভ্যালের তৃতীয় ও সমাপনী দিনটিতে ঢাকার ৪০টি কলেজ থেকে আড়াই শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ ছাড়া এদিনের বর্ণিল আয়োজনের মধ্যে ছিল সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রজেক্ট শো ও ইনোভেশন আইডিয়া প্রেজেন্টেশন।
তৃতীয় দিন দুপুরের পর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কনফারেন্স রুমে তিন শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক মুহম্মদ আবুল কাশেম। তিনি তাঁর আলোচনায় ছাত্রছাত্রীকে প্রযুক্তি বিষয়ে সৃজনশীল কাজের মাধ্যমে সমাজের সমস্যা সমাধান করতে উৎসাহিত করেন।
উল্লেখ্য, এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার ছিল প্রথম আলো।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স এসই ক র ন ভ য ল উপ চ র য
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না লুব-রেফ বাংলাদেশ
পুঁজিবাজারে জ্বালানিও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ পিএলসি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জুলাই-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৫৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৭৪) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৭২ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা