তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা আয়োজনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সিএসই কার্নিভ্যাল অনুষ্ঠিত
Published: 18th, May 2025 GMT
তথ্যপ্রযুক্তিভিত্তিক নানান আয়োজনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিন দিনব্যাপী সিএসই কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৩ মে ২০২৫ তারিখে উদ্বোধন করা হয় তিন দিনব্যাপী উৎসব ‘AUB CSE Carnival 2025”। অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণভাবে এই কার্নিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক আবুল হাসান এম সাদেক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক জাফর সাদেক। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক শাহজাহান খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো.
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক আবুল হাসান এম সাদেক তাঁর উদ্বোধনী বক্তব্যের শুরুতেই এমন একটি সুন্দর আয়োজনের জন্য বিভাগীয় প্রধান ও ডিন সহযোগী ওবায়দুর রহমানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সিএসসি ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হবে এবং প্রযুক্তিতে দক্ষ ও যোগ্য লোক তৈরি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
উপাচার্য শাহজাহান খান বলেন, বর্তমান এই যুগে প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই, আর সিএসই কার্নিভ্যালের মতো অনুষ্ঠান ছাত্রদের প্রযুক্তিতে দক্ষ হওয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
তথ্যপ্রযুক্তিভিত্তিক সিএসই কার্নিভ্যালের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের পর আন্তবিভাগীয় আইসিটি অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় আন্তবিভাগীয় প্রোগ্রামিং কনটেস্ট।
১৫ মে ২০২৫ তারিখে কার্নিভ্যালের তৃতীয় ও সমাপনী দিনটিতে ঢাকার ৪০টি কলেজ থেকে আড়াই শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ ছাড়া এদিনের বর্ণিল আয়োজনের মধ্যে ছিল সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রজেক্ট শো ও ইনোভেশন আইডিয়া প্রেজেন্টেশন।
তৃতীয় দিন দুপুরের পর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কনফারেন্স রুমে তিন শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক মুহম্মদ আবুল কাশেম। তিনি তাঁর আলোচনায় ছাত্রছাত্রীকে প্রযুক্তি বিষয়ে সৃজনশীল কাজের মাধ্যমে সমাজের সমস্যা সমাধান করতে উৎসাহিত করেন।
উল্লেখ্য, এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার ছিল প্রথম আলো।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স এসই ক র ন ভ য ল উপ চ র য
এছাড়াও পড়ুন:
বিইউপির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ নভেম্বর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এ বছরের ১০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এসব তথ্য জানিয়ে বিইউপির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার বিইউপিতে ৫টি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় দুই বছর মুঠোফোনবিহীন শ্রেণিকক্ষ: ফলাফল কেমন২ ঘণ্টা আগেপরদিন ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুনএইচএসসি–২০২৫ পরীক্ষার ফল অনলাইনে, শিক্ষার্থীরা পাবেন যেভাবে ১৩ অক্টোবর ২০২৫আর ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা১ ঘণ্টা আগে