ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে জন্য তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।

উল্লেখ্য, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছরের ২১ আগস্ট গ্রেপ্তার হন তাজুল ইসলাম।

আরও ১৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল মাহমুদ আফসারসহ ১৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

অপর ১৫ জন হলেন টিএনজেড গ্রুপের চেয়ারম্যান শাহিদা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, মেক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, অলিম্পিক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, পরিচালক গোলাম মাওলা মজুমদার, পরিচালক রেদওয়ান বিন কিবরিয়া, রিফাদ বিন কিবরিয়া, টিআরজেড গার্মেন্টসের পরিচালক হারুন অর রশিদ ও নাসিমা রশিদ, খান টেক্স ফ্যাশনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, পরিচালক লুবনা কবির, পরিচালক সিফাত হোসেন খান, ডুশাটি অপারেটরস লিমিটেডের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক খায়ের মিয়া।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মন ত র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা বন্ধে রুশ আগ্রাসন বাড়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধে ইউক্রেনে রুশ আক্রমণের তীব্রতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কিয়েভ। একই সঙ্গে, চতুর্থ বছরে গড়ানো এ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউস ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করার কথা জানায়। খবর বিবিসির। 

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও বিভিন্ন দেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পর্যালোচনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ‘আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কোনো বিলম্ব শুধু আগ্রাসী রাষ্ট্রকে যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করবে, শান্তির পথে আসতে নয়। বিশেষ করে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। কারণ, প্রায় প্রতি রাতেই রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। 

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিয়েভের এক কূটনীতিককে বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র সরবরাহ স্থগিত বা পুনর্বিবেচনা করা হয়েছে– এমন বিষয়ে তারা এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি। 

এদিকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাঁর মৃত্যু হয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এ তথ্য জানান। 

এর আগে অনানুষ্ঠানিক রুশ ও ইউক্রেনীয় টেলিগ্রাম সামরিক চ্যানেলগুলোয় জানানো হয়, ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের কোরেনেভোয় একটি কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় গুডকভসহ ১০ সেনা নিহত হয়েছেন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর গুডকভ কিয়েভের হামলায় নিহত সবচেয়ে জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তাদের একজন। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি। কিয়েভ তাঁকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছিল। 

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের মিলোভ গ্রাম দখল করার দাবি করেছে রুশ বাহিনী। গতকাল তারা জানিয়েছে, গ্রামটি দখল করে সীমান্তে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। রাশিয়ার দাবির বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা শহরে রাশিয়ার হামলায় দু’জন নিহত এবং একটি সামরিক নিয়োগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ইউক্রেনীয় সামরিক ও আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ