সাবেক প্রতিমন্ত্রী তাজুলসহ ১৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 18th, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে জন্য তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
উল্লেখ্য, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছরের ২১ আগস্ট গ্রেপ্তার হন তাজুল ইসলাম।
আরও ১৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাপ্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল মাহমুদ আফসারসহ ১৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অপর ১৫ জন হলেন টিএনজেড গ্রুপের চেয়ারম্যান শাহিদা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, মেক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, অলিম্পিক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, পরিচালক গোলাম মাওলা মজুমদার, পরিচালক রেদওয়ান বিন কিবরিয়া, রিফাদ বিন কিবরিয়া, টিআরজেড গার্মেন্টসের পরিচালক হারুন অর রশিদ ও নাসিমা রশিদ, খান টেক্স ফ্যাশনের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, পরিচালক লুবনা কবির, পরিচালক সিফাত হোসেন খান, ডুশাটি অপারেটরস লিমিটেডের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক খায়ের মিয়া।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মন ত র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন