ঢাকার সাভারে ইজিবাইকের এক চালককে শেকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার হেমায়েতপুরের মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা ধরে ওই চালককে নির্যাতনের পর এলাকাবাসী তাঁকে উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত গ্যারেজ মালিক রফিক আহমেদ গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। 
ভুক্তভোগী আজিজুল ইসলাম জামালপুর সদরের বাসিন্দা। তিনি হেমায়েতপুরের মধুরচর এলাকার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন। আজিজুল জানিয়েছেন, গত রমজানে তিনি পাশের যাদুরচরের গ্যারেজ মালিক রফিক আহমেদ ওরফে রংপুরের রফিকের একটি ইজিবাইক ভাড়ায় চালাতে শুরু করেন। ঈদুল ফিতরের কয়েক দিন আগেই ছিনতাইকারীরা সেটি ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠক করেন। সেখানে আজিজুলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁকে জানানো হয়, প্রতিদিন ৫০০ টাকা করে কিস্তিতে ওই টাকা শোধ করতে হবে। এভাবে কিস্তি দিতে দিতে এখন পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেছেন।
তাঁর স্বজনরা জানায়, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শনিবার আজিজুল ইজিবাইক নিয়ে বাইরে যেতে পারেননি। এ কারণে এদিন কিস্তির ৫০০ টাকাও পরিশোধ করতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিক রফিক রোববার সকালে আজিজুলের বাসায় আসেন। সকাল ৮টার দিকে তাঁর কোমরে তালা দিয়ে শেকলে বেঁধে মারধর করেন রফিক। বেলা ১১টা পর্যন্ত প্রতিবেশী কেউ আজিজুলকে সহায়তা করতে আসেননি। এ সময় বিষয়টি জানাজানি হলে কয়েকজন এলাকাবাসী দুপুর ১২টার দিকে তালা ভেঙে তাঁকে মুক্ত করেন। 
এ বিষয়ে বক্তব্য জানতে ইজিবাইক ব্যবসায়ী রফিক আহমেদের খোঁজ করে এলাকায় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন। কয়েক দফায় ফোন নম্বরে কল দিয়েও সংযোগ মেলেনি। মেসেজ দিলেও রাত পর্যন্ত উত্তর মেলেনি। 
সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞার ভাষ্য, এ ঘটনায় রাত পর্যন্ত কোনো অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইনগত 
ব্যবস্থা নেবেন। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আজ জ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ