বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে জুতা কারখানার শ্রমিক সজল মিয়া হত্যার ঘটনার প্রায় ১০ মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৬ মে নিহত ব্যক্তির মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই হত্যা মামলা করেন।

আজ সোমবার মামলার বিষয়টি জানাজানি হয়। নিহত সজল (২০) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হাসান আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় একটি জুতা কারখানায় কাজ করতেন।

মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজামসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, সজল হত্যার ঘটনায় নিহত ব্যক্তির মা রুনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় ৬২ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আসামিরা লাঠিসোঁটা, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, শটগান, ককটেল ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এ সময় ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি করাসহ মারধর করে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় বাদীর ছেলে সজল আসামিদের ছোড়া গুলিতে পেটে গুলিবিদ্ধ হয় আহত হন। তাঁকে ছাত্র-জনতা উদ্ধার করে শিমরাইল সুগন্ধ্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাদী মামলায় আরও উল্লেখ করেন, তখন দেশের পরিস্থিতি বেগতিক দেখে ময়নাতদন্ত না করে ছেলের লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেন। আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সেলিনা হায়াৎ আইভীরা হামলায় প্ররোচনা দেন। আসামি শামীম ওসমান, তাঁর ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমানরা ঘটনার সময় উপস্থিতি ছিলেন ও নির্দেশ দেন। অন্য আসামিরা ছাত্র-জনতাকে মারধরসহ গুলি করে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ছ ত র জনত ওসম ন

এছাড়াও পড়ুন:

আইভী আরও দুই মামলায় গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।


শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে তাকে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এসময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী। এনিয়ে তার বিরুদ্ধে করা মোট পাঁচ মামলার মধ্যে তিনটিতে গ্রেপ্তার দেখানো হলো।


নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলাসহ দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।


আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রিকশাচালক তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সে ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এ মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।


একই সঙ্গে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে পায়ে গুলিবিদ্ধ হন হকার নাদিম। এ ঘটনায় নাদিমের বাবা দুলাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয় আইভীকে।


এর আগে ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে ডা: সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকাল ১০টায় পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে তোলা হয় তাকে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বায়ুদূষণ বন্ধে বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সচেতনতা গড়ে তুলতে সেমিনার
  • নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
  • নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কতা
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাতটি ভবনে রাজউকের অভিযান, নকশাবহির্ভূত অংশ অপসারণ
  • নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ভর্তিতে সতর্কতা
  • বন্দর থানার মাদক মামলায় যুবকের কারাদণ্ড
  • রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন
  • আইভী আরও দুই মামলায় গ্রেপ্তার