গাইবান্ধার সাঘাটায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে গোডাউনে মজুদ রেখে বিক্রির সময় ডিলার আফজাল হোসেনকে এক টন চালসহ জনগণ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এ ঘটনা ঘটে। 

বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোনারপাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আফজাল হোসেন দীর্ঘদিন থেকে বোনারপাড়া কলেজের সামনে গোডাউনে রেখে চাল বিতরণ করতেন কার্ডধারীদের মধ্যে । কিন্তু বেশ কিছুদিন ধরে ওই ডিলার উপকারভোগীদের মধ্যে চাল কম বিতরণ করে গোডাউনে মজুত করছিলেন। আজ মঙ্গলবার দুপুরে ডিলার আফজাল হোসেন এক টন ( ১ হাজার কেজি) চাল বিক্রির জন্য ভ্যানে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে চালসহ আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তা এসে চাল উদ্ধার ও ডিলার আফজাল হোসেনকে আটক করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, ‘‘আজকে তার গুদাম বন্ধ ছিল। অথচ গুদাম থেকে এক হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় জনগণ হাতেনাতে আটক করে পুলিশ এবং আমাদের খবর দেয়। এরপর সেখানে গিয়ে চাল জব্দ করা হয় এবং ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় খাদ্য বিভাগ থেকে মামলা করা হবে।’’ 

আরো পড়ুন:

নাশকতা মামলায় সাংবাদিক ও আ.

লীগ নেতা ফারুক গ্রেপ্তার

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খাদ্য বিভাগের কর্মকর্তারা অভিযোগ দিলে মামলা নেয়া হবে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছেন। 
 

ঢাকা/মাসুম/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক ড ল র আফজ ল হ স ন

এছাড়াও পড়ুন:

সোমবার নগর ভবন অবরোধের ঘোষণা ইশরাক সমর্থকদের

ঢাকার প্রগতি সরণিতে ভরদুপুরে পিচগলা সড়কের উপর অনেক মানুষ দাঁড়িয়ে। কারও হাতে ব্যানার, কেউবা শ্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন। সবারই দাবি- ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। 

রবিবার (১৮ মে) দুপুরে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো চলা অবস্থান কর্মসূচির চিত্র এটি। এই কর্মসূচি থেকে সোমবার নগর ভবন অবরোধের ডাক দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। 

এই ঘোষণা দেন সাবেক সচিব ও ইশরাকপন্থী মশিউর রহমান। তিনি জানান, সোমবার সকাল ১১টা থেকে নগর ভবন ও আশপাশের এলাকায় পুরোপুরি অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এর আগে সকাল ৯টা থেকেই রাজধানীর নগর ভবনের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন সমর্থকরা। পিচঢালা রাস্তায় বসে, দাঁড়িয়ে কিংবা ব্যানার হাতে তারা বলেন, “ভোট দিয়ে মেয়র বানিয়েছি, এখন দায়িত্ব বুঝিয়ে দেন।”

দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের হয়। গুলিস্তান, জাতীয় প্রেসক্লাব, শিক্ষাভবন হয়ে আবারও নগর ভবনের সামনে ফিরে আসে মিছিলটি। এর প্রতিটি ধাপেই ছিল দৃপ্ত পদভঙ্গি আর স্লোগানের মুখরতা— “ইশরাকের জয় হোক, জনগণের ক্ষমতা ফিরিয়ে দাও”।

সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘‘এই শহরের ভোটাররা যাকে মেয়র নির্বাচিত করেছে, তাকে কেন এখনো দায়িত্ব দেওয়া হচ্ছে না? এ প্রশ্নের উত্তর প্রশাসনের কাছে নেই। তাই এবার জনগণ রাস্তায়। এই অবরোধ শান্তিপূর্ণ, কিন্তু সংকেত স্পষ্ট। গণতন্ত্র নিয়ে ছেলেখেলা বরদাশত করা হবে না।’’

নগর ভবনের চারপাশে দেখা গেছে অতিরিক্ত পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। 

ইশরাকের সমর্থকরা বলছেন, ভোটে নির্বাচিত হয়েও দায়িত্ব না পাওয়ার বিষয়টি কেবল রাজনৈতিক নয়, এটি এক প্রকার ‘গণরায়ের অবমাননা’। এ সময় একজন নাগরিক বলেন, ‘‘যদি দায়িত্বই না দেন, তবে ভোটের কী দরকার ছিল? গণতন্ত্র কি কেবল ব্যালটবাক্সে বন্দি থাকবে?’’

ঢাকা/এএএম//

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ: ডিএসই পরিচালক
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান সারজিস, বর্ণনা করলেন ‘উপকারিতা’
  • নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার কৌশল: ববি হাজ্জাজ
  • ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা হাসনাতকে: বিএনপি
  • ‘সরকার যাদের বিশ্বস্ত মনে করে, তাদের বেশিরভাগই দুর্নীতি করে’
  • নিরাপদ খাদ্য নিশ্চিতে সব কিছুই করা হবে: খাদ্য উপদেষ্টা 
  • বাংলাদেশ ও মিয়ানমারের করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: কাদের গনি চৌধুরী
  • সোমবার নগর ভবন অবরোধের ঘোষণা ইশরাক সমর্থকদের