চ্যাটজিপিটিতে থাকা গবেষণার তথ্য পিডিএফ আকারে সংরক্ষণ করা যাবে
Published: 21st, May 2025 GMT
জটিল কোনো বিষয় ধাপে ধাপে পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে গবেষণা ফলাফল তৈরি করতে পারায় চ্যাটজিপিটির ‘ডিপ রিসার্চ’ সুবিধা এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ডিপ রিসার্চে নতুন অপশন যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই। ‘ডাউনলোড অ্যাজ পিডিএফ’ নামের অপশনটি চালু হলে ডিপ রিসার্চের তৈরি গবেষণা ফলাফল অনলাইন থেকে সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে।
ডিপ রিসার্চ সুবিধা মূলত স্বাধীনভাবে কাজ করতে পারে। প্রম্পট বা নির্দেশ দেওয়া হলে এটি বিস্তৃত প্রতিবেদন তৈরি করার জন্য শত শত ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট বিষয়ে পরিপূর্ণ প্রতিবেদন তৈরি করে দেয়। বর্তমানে ডিপ রিসার্চের তৈরি করা প্রতিবেদনের তথ্য কপি করে সংগ্রহ করার সুযোগ মিলে থাকে। কিন্তু এতে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেদনের ফরম্যাট পরিবর্তন হয়ে যায়। এই সীমাবদ্ধতা দূর করতেই ডাউনলোড অ্যাজ পিডিএফ অপশন চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই।
বর্তমানে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে পরীক্ষামূলকভাবে পিডিএফ ডাউনলোডের সুবিধা ব্যবহার করা যাচ্ছে। তবে এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ডিপ রিসার্চ রিপোর্টের নিচে থাকা কপি বাটনের পাশে নতুন এই পিডিএফ ডাউনলোড অপশন যুক্ত করা হবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট ‘কোডেক্স’ আনল ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে নিজ থেকে সফটওয়্যারের কোড লিখতে সক্ষম এআই এজেন্ট উন্মুক্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। ‘কোডেক্স’ নামের এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারে। শুধু তা–ই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করতে পারে।
ওপেনএআই জানিয়েছে, সফটওয়্যার নির্মাতাদের কাজ সহজ করতে কোডেক্স উন্মুক্ত করা হয়েছে। এআই এজেন্টটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রামের কোড লিখতে বা সংশোধন করতে পারে। এর ফলে দ্রুত সফটওয়্যার তৈরির পাশাপাশি সময় ও শ্রম বাঁচবে। কোডেক্স তৈরির উদ্দেশ্য কাউকে প্রতিস্থাপন করা নয়, বরং সফটওয়্যার প্রকৌশলীদের সক্ষমতা বাড়ানো।
আরও পড়ুনএআই কি সত্যিই সফটওয়্যারের শতভাগ কোড লিখে দেবে১৮ মার্চ ২০২৫কোডেক্স-১ নামের নতুন এআই মডেলের ওপর ভিত্তি করে কোডেক্স এআই এজেন্ট তৈরি করা হয়েছে। ‘ওথ্রি’ মডেলের উন্নত সংস্করণ হওয়ায় কোডেক্স-১ মডেলের মাধ্যমে নির্ভুলভাবে সফটওয়্যারের কোড লেখা যায়। শুধু তা–ই নয়, কোড বিশ্লেষণের পাশাপাশি আগের কোড লেখার ধরন অনুযায়ী নতুন কোড লিখতে সহায়তা করে মডেলটি।
ওপেনএআইয়ের তথ্যমতে, কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট প্রোগ্রাম লিখতে কোডেক্সের সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। এ সময় ব্যবহারকারীরা কোডেক্সের কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। কাজ শেষে কোডেক্স সংশ্লিষ্ট কোড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করবে। এর ফলে ব্যবহারকারীরা কোড সম্পাদনের পুরো প্রক্রিয়া যেকোনো সময় যাচাই করতে পারবেন।
সূত্র: ব্লিপিং কম্পিউটার, ইন্ডিয়ান এক্সপ্রেস