জটিল কোনো বিষয় ধাপে ধাপে পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে গবেষণা ফলাফল তৈরি করতে পারায় চ্যাটজিপিটির ‘ডিপ রিসার্চ’ সুবিধা এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ডিপ রিসার্চে নতুন অপশন যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই। ‘ডাউনলোড অ্যাজ পিডিএফ’ নামের অপশনটি চালু হলে ডিপ রিসার্চের তৈরি গবেষণা ফলাফল অনলাইন থেকে সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে।

ডিপ রিসার্চ সুবিধা মূলত স্বাধীনভাবে কাজ করতে পারে। প্রম্পট বা নির্দেশ দেওয়া হলে এটি বিস্তৃত প্রতিবেদন তৈরি করার জন্য শত শত ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট বিষয়ে পরিপূর্ণ প্রতিবেদন তৈরি করে দেয়। বর্তমানে ডিপ রিসার্চের তৈরি করা প্রতিবেদনের তথ্য কপি করে সংগ্রহ করার সুযোগ মিলে থাকে। কিন্তু এতে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেদনের ফরম্যাট পরিবর্তন হয়ে যায়। এই সীমাবদ্ধতা দূর করতেই ডাউনলোড অ্যাজ পিডিএফ অপশন চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই।

বর্তমানে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে পরীক্ষামূলকভাবে পিডিএফ ডাউনলোডের সুবিধা ব্যবহার করা যাচ্ছে। তবে এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ডিপ রিসার্চ রিপোর্টের নিচে থাকা কপি বাটনের পাশে নতুন এই পিডিএফ ডাউনলোড অপশন যুক্ত করা হবে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড উনল ড প ড এফ

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।

পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা