শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
Published: 21st, May 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক গার্মেন্টস শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের শেখ বাড়ি মসজিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে মোছা. আকলিমা আক্তার (৩০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আকলিমা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের বাসিন্দা। স্বামী আদনান ইসলামের (৩৫) সঙ্গে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
বাড়ির মালিক জয়নাল আবেদীন ও প্রতিবেশীরা জানান, সকালে আকলিমার ঘর থেকে তার শিশুর কান্নার শব্দ শুনে সন্দেহ হয়। পরে দরজা খোলা দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন তারা। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় বাড়ির মালিক এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে স্বামী আদনান। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকা/রফিক/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আকল ম মরদ হ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট