পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশ সীমিত করল প্রতিরক্ষা মন্ত্রণালয়
Published: 24th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) শুক্রবার সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে ভবনের নির্দিষ্ট কিছু এলাকায় আনুষ্ঠানিক অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সামরিক কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও তথ্য সংগ্রহের সুযোগ অনেকটাই সীমিত হয়ে গেল।
পেন্টাগনের নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা এখন শুধুমাত্র ভবনের নির্দিষ্ট কিছু করিডরে ঘোরাফেরা করতে পারবেন, যা মূলত প্রবেশদ্বার ও খাবার কোর্টের আশপাশে সীমাবদ্ধ। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও জয়েন্ট স্টাফের অফিস স্পেসগুলোতে প্রবেশ করতে হলে এখন থেকে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অনুমতি ও দাপ্তরিক সহচর থাকা বাধ্যতামূলক। সাংবাদিকদের পেন্টাগন অ্যাথলেটিক সেন্টারে (ভবনের জিম) প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
স্মারকলিপিতে হেগসেথ লিখেছেন, ‘যদিও প্রতিরক্ষা বিভাগ স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবুও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল ও শ্রেণিবদ্ধ তথ্য রক্ষা করা আমাদের দায়িত্ব- যেগুলোর অননুমোদিত প্রকাশ মার্কিন সেনাসদস্যদের জীবনের জন্য হুমকি হতে পারে। সরাসরি সাক্ষাতে অনিচ্ছাকৃত বা অননুমোদিত তথ্য ফাঁসের ঝুঁকি কমাতেই এই নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রেসের প্রবেশ নিয়ন্ত্রণে হেগসেথের অধীনে পেন্টাগন একাধিক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো- অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নেই এমন আটটি সংবাদমাধ্যমকে তাদের নির্ধারিত কাজের স্থান থেকে উচ্ছেদ করা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস, এনপিআর ও পলিটিকোকে তাদের ডেস্ক ছেড়ে দিতে বলা হয়। সেগুলোতে জায়গা করে দেওয়া হয় ট্রাম্প-ঘনিষ্ঠ ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, নিউইয়র্ক পোস্ট, ব্রেইটবার্ট নিউজ এবং হাফপোস্টকে।
এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পেন্টাগন আরও চারটি সংবাদমাধ্যম- সিএনএন, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল ও ওয়ার জোন’কেও তাদের ডেস্ক ছাড়তে বলে। তাদের জায়গায় স্থান পায় নিউজম্যাক্স, ওয়াশিংটন এক্সামিনার, ডেইলি কলার ও দ্য ফ্রি প্রেস। পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে।
এর কয়েক সপ্তাহ পর, ২১ ফেব্রুয়ারি, পেন্টাগন ঘোষণা দেয়- কোনো প্রেস ব্রিফিং না থাকলে সাংবাদিকরা আর প্রেস ব্রিফিং রুমে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকদের জন্য এ কক্ষটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ এখানে কাজ করার জন্য ওয়াইফাই সুবিধা ছিল।
সাংবাদিকরা সাধারণত পেন্টাগন, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের মতো ভবনে কাজের সুবিধার জন্য জায়গা রাখেন, যাতে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন দাখিল করতে পারেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, পেন্টাগনের রিপোর্টারদের এখন একটি নতুন জাতীয় নিরাপত্তা ব্রিফিং ফর্ম পূরণ করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের নতুন ধরনের পরিচয়পত্রও ইস্যু করা হবে, যাতে ‘প্রেস’ চিহ্ন আরও স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র র জন য নত ন ন প রব শ
এছাড়াও পড়ুন:
এক আর্জেন্টাইনের হ্যাটট্রিকে মেসিদের বড় জয়, প্রথমবার কাপ ফাইনালে ইন্টার মায়ামি
ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। আজ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল।
যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে ৩০টি দল ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ হয়ে খেলে। দুই অংশের চ্যাম্পিয়নরা খেলে এমএলএস কাপ ফাইনাল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত মায়ামি এর আগে তিনবার প্লে-অফে খেললেও কনফারেন্স সেমিফাইনালে উঠতে পারেনি। এবার সেমি ও ফাইনাল জিতে নাম লিখিয়েছে কাপ ফাইনালেই।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের কনফারেন্স ফাইনালে মায়ামি জিতেছে তাদেও আলেন্দের নৈপুণ্যে। ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন হ্যাটট্রিক করেছেন। একটি গোল করেছেন আরেক আর্জেন্টাইন মাতেও সিলভেত্তি। অন্য গোলটি তালেসকো সেগোভিয়ার। মেসি তাঁর রোজারিওর ছেলে সিলভেত্তির গোলে অ্যাসিস্ট করেছেন।
আর্জেন্টাইনময় ম্যাচটিতে আলেন্দে মায়ামিকে এগিয়ে দেন ১৪তম মিনিটে। এই গোলে অ্যাসিস্ট ছিল আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের। ২৪তম মিনিটে আলেন্দে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন হেডে, তাঁকে বক্সে দুর্দান্ত এক ক্রস দেন জর্দি আলবা। ম্যাচের ৩৭ মিনিটে নিউইয়র্ক সিটির জাস্টিন হাক এক গোল শোধ করে দিলে মায়ামি বিরতিতে যায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।
৬৭তম মিনিটে মেসি বক্সের মধ্যে ঘেরাওয়ে পড়লে বল বাড়ান ফাঁকায় থাকা সিলভেত্তির দিকে। ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বল জালে জালে পাঠাতে ভুল করেননি। মায়ামি জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত হয় ৮৩তম মিনিটে।
এ সময় বক্সের ভেতর আলবার ব্যাক পাস পেয়ে সেগোভিয়া গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন। ম্যাচের ৮৯তম মিনিটে ইয়ানিক ব্রাইটের সহায়তায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। মায়ামি মাঠ ছাড়ে ৫-১ গোলের বড় জয় নিয়ে।
আগামী ৬ ডিসেম্বর এমএলএস কাপ ফাইনালে মায়ামি খেলবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান ডিয়েগো ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।