বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১টি পদে ২০ কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন। পদের নাম ‘ডাটা এন্ট্রি অপারেটর’। গত ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে আবেদন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের বিবরণ
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড: ১৬
আবেদনের যোগ্যতা:

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৬ মে ২০২৫, বিকেল ৫টা

আরও পড়ুনবেসরকারি ব্যাংকে এমটি পদে চাকরি, বেতন ৭৫০০০ টাকা০৯ মে ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্ধের পথে তিন হাজার শিক্ষার্থীর নিরাপদ বাহন

যাদের ব্যক্তিগত গাড়ি নেই, তারা জানেন সন্তানকে বিদ্যালয়ে আনা-নেওয়া করা কতটা ঝক্কির ব্যাপার। এ ঝক্কি থেকে রেহাই দিতে উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সহায়তায় চট্টগ্রাম মহানগরে প্রতিদিন ১০টি বিদ্যালয়ের তিন হাজার ছাত্র-ছাত্রীকে আনা-নেওয়া করে দোতলা বাস। দুই বছর আগে চালু সে উদ্যোগ অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে।

বিআরটিসি-চট্টগ্রাম বাস ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) জুলফিকার আলী বলেন, চট্টগ্রামে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আনা-নেওয়ার নিরাপদ বাহন হয়ে উঠেছিল দোতলা বাস। ২০২৪ সালে আমরা ছাত্র-ছাত্রীদের শতভাগ নিরাপদে আনা-নেওয়া করেছি। ২০২৫ সালে এসে অর্থ সংকটে পড়েছি। সাত মাস ধরে চালক-সহকারীর বেতন বন্ধ। প্রতিদিন গাড়ি চালানোর জন্য তেলের খরচ বহন করার মতো তহবিল নেই। অর্থের অভাবে এ সেবা আর বেশি দিন চালানো সম্ভব না।

এক প্রশ্নের জবাবে জুলফিকার আলী জানান, এ সেবার কারণে চট্টগ্রাম শহরের যানজট অনেকটা কমে এসেছে। কারণ একজন সন্তানের সঙ্গে আগে একজন অভিভাবককে যেতে হতো। এভাবে তিন হাজার জনকে নিয়ে আরও তিন হাজার অভিভাবক আসা-যাওয়া করতেন। এটা এখন হচ্ছে না। অভিভাবকদের সময়ও বাঁচছে।

এ উদ্যোগে অর্থায়নকারী ছিল জিপিএইচ ইস্পাত লিমিটেড। এ প্রতিষ্ঠানের ডেপুটি হেড অব ফ্যাসিলিটিজ অ্যান্ড এস্টেট মো. গোলাম মোকতাদির সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসককে চিঠি দিয়ে অর্থায়নে অপারগতার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জিপিএইচ ইস্পাত ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ১০টি দোতলা বাস রক্ষণাবেক্ষণ ও চলাচল নিশ্চিত করতে বিআরটিসির সঙ্গে দুই বছরের চুক্তি করে। চলমান অর্থনৈতিক মন্দার কারণে আমাদের প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনাই বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে সমঝোতা চুক্তির আওতায় আর্থিক সহযোগিতা প্রদান আমাদের পক্ষে সম্ভব নয়।

চট্টগ্রামে স্মার্ট বাস সেবা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এখন খুবই নিরাপদ ও জনপ্রিয়। কারণ বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, আইপি ক্যামেরা ছাড়াও ডিজিটাল হাজিরা ডিভাইস রয়েছে। বাসে উঠে শিক্ষার্থীরা কার্ড চাপ দিলে অভিভাবকদের মোবাইল ফোনে চলে যায় খুদে বার্তা। ঘরে বসে জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাস ও শিক্ষার্থীর অবস্থান দেখতে পারেন অভিভাবক। ফলে অভিভাবক সন্তানদের নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন। প্রতিটি বাসে ৭৮টি আসন। বর্তমানে বাসগুলো বহদ্দারহাট-মুরাদপুর থেকে নিউমার্কেট হয়ে চকবাজার-গনি বেকারি-জামালখান-চেরাগী পাহাড়-আন্দরকিল্লা-লালদীঘি কোতোয়ালি এবং অক্সিজেন থেকে মুরাদপুর-২ নম্বর গেট-জিইসি-টাইগার পাসসহ ১০টি রুটে চলছে।

প্রতিটি বাসে একটি বাক্স ছিল। এতে শিক্ষার্থীদের ৫ টাকা ভাড়া (বাধ্যতামূলক নয়) ফেলার কথা ছিল। কিন্তু বাক্সে শিক্ষার্থীরা টাকা ফেলত না। এক পর্যায়ে এই সেবা স্পন্সর-নির্ভর হয়ে পড়ে। জিপিএইচ ইস্পাত লিমিটেডের চুক্তির আওতায় ২০২৪ ও ’২৫ সালে এক কোটি ৪৪ লাখ টাকা অনুদান দেওয়ার কথা। এ অর্থ দিয়ে বাসের চালক-কর্মীদের বেতন ছাড়াও জ্বালানি খরচসহ রক্ষণাবেক্ষণ করা হয়। ২০২৪ সালের ৭২ লাখ টাকা পেলেও ২০২৫ সালের অনুদান পায়নি বিআরটিসি। এখন বিআরটিসি নিজস্ব অর্থায়নে বাস সচল রেখেছে। গত ছয় মাসে প্রতিষ্ঠানটি এ খাতে ৪২ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। এখন তাদের তহবিলে টান পড়েছে।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রইস উদ্দিন বলে, বাস বন্ধ হয়ে গেলে বাবা কিংবা মাকে স্কুলে আসতে হবে। এ সেবা বন্ধ না করার জন্য অনুরোধ করছি। মুরাদপুরে বসবাসরত কর্মজীবী মো. নাজিম উদ্দিন বলেন, আইপি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাস সেবাটি চালুর পর সন্তানকে একা বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তামুক্ত ছিলাম। 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের ৫ টাকা পরিশোধের বিষয়টি বাড়িয়ে কোনোভাবে তেল খরচ তোলা যায় কিনা, সেই আলোচনাও চলছে। এই সেবা বন্ধ হওয়ার আশঙ্কা নেই। 

সম্পর্কিত নিবন্ধ

  • একঝলক (১০ জুলাই ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (১০ জুলাই ২০২৫)
  • বন্ধের পথে তিন হাজার শিক্ষার্থীর নিরাপদ বাহন
  • আজ টিভিতে যা দেখবেন (৯ জুলাই ২০২৫)
  • প্রধান উপদেষ্টাকে ৩ কোম্পানির চিঠি, ৮০% মালিকানা বিদেশি বিনিয়োগে আস্থা কমাবে
  • সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (৮ জুলাই ২০২৫)
  • ২০২৫ সালের প্রথম ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক
  • বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যারা
  • ‘খাদ্যে মূল্যস্ফীতি ২ বছরের মধ্যে সর্বনিন্ম’