বার্সেলোনাকে স্তব্ধ করে ১৮ বছর পর আর্সেনালের শিরোপা জয়
Published: 25th, May 2025 GMT
হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপায় চোখ রেখে গতকাল রাতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল বার্সেলোনার মেয়েরা। টানা দুবারের চ্যাম্পিয়ন বার্সাকে এই ম্যাচেও ধরা হচ্ছিল ফেবারিট। কিন্তু ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়েছে আর্সেনাল।
লিসবনের ফাইনালে আর্সেনালের মেয়েদের জয় ১–০ গোলে। এই জয়ে ১৮ বছর পর প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্রফি জিতল আর্সেনাল। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি নামা স্টিনা ব্লাকস্টেনিয়ুস।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালের ওপর চাপ প্রয়োগ করেছে বার্সা। ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখল, দুদিক থেকেই আর্সেনালের চেয়ে বেশ এগিয়ে ছিল কাতালান ক্লাবটি। ৬৮ শতাংশ বলের দখল রেখে বার্সা শট নেয় ২০টি, যার ৫টি লক্ষ্যে থাকলেও কোনোটিই গোল রূপান্তরিত হয়নি। এদিন ফাইনাল থার্ডে বার্সার তেমন কোনো আগ্রাসনই দেখা যায়নি। আইতানা বোনমাতি, ইউয়া পাজর এবং অ্যালেক্সিয়া পুতেয়াসদের এই ব্যর্থতাই মূলত ভুগিয়েছে বার্সাকে।
আরও পড়ুনমেসির জাদুকরি গোল, ঘুরে দাঁড়িয়ে হার এড়াল মায়ামি২ ঘণ্টা আগেঅন্যদিকে আর্সেনাল ৩২ শতাংশ বলের দখল রেখে ৮ শটের ৩টি লক্ষ্যে রাখে এবং ১টি গোলও আদায় করে নেয়। ব্লাকস্টেনিয়ুসের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ৭৪ মিনিটে স্রোতের বিপরীতে আক্রমণে গিয়ে বক্সের ভেতর বল বাড়ান বেথ মিড। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড ব্লাকস্টেনিয়ুস। পিছিয়ে পড়েও বার্সা অবশ্য চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। শিরোপা হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
আর্সেনালের শিরোপা উদ্যাপন চলেছে ড্রেসিংরুমেও.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর স ন ল র
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সকল বোর্ডের পাসের হার ৬৮.৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১,৩৯,০৩২ জন।
বিস্তারিত আসছে....