নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না। এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “পার্টির লিডাররা প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।”

আরো পড়ুন:

বৈঠক শেষে মান্না: সরকারের মেয়াদ ‘স্পষ্ট’ করেছেন প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: তারেক রহমান

শফিকুল আলম বলেন, “আরো অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। ৩০ জুনের ওই পারে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।”

প্রেস সচিব আরো বলেন, “প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।”

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, “আমরা বড় যুদ্ধাবস্থায় ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ (অস্থিতিশীল) করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে, আত্মমর্যাদা পূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে এগিয়ে যায়। সবাই একসঙ্গে বসাতে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।”

তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে। যাতে আমরা এগোতে না পারি। যাতে সব কিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই।”

তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।'

ঢাকা/হাসান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

১২ মাসে জয়ের চেয়ে হার বেশি, তবু বেতন বাড়ছে বাবর-সালমানদের

বেতন বাড়তে যাচ্ছে বাবর আজম, সালমান আগাদের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাজেট এরই মধ্যে অনুমোদন দিয়েছে পিসিবির বোর্ড অব গভর্নরস। ক্রিকেটারদের জন্য বার্ষিক বাজেট ধরা হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৪৯ লাখ পাকিস্তানি রুপি। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

বাড়ছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়ের সংখ্যাও। আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকতেন ২৫ জন, যা এখন বাড়িয়ে ৩০ জন করা হবে। তবে ঘরোয়া চুক্তির ক্ষেত্রে বাজেট কাটা হয়েছে প্রায় ৩৪ শতাংশ। আগে যেখানে এই বাজেট ছিল ৬৮ কোটি ৪০ লাখ রুপি। তা কমিয়ে করা হয়েছে ৪৫ কোটি রুপি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র পিটিআই-কে বলেছে, ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির বাজেট প্রায় ৩৪ শতাংশ কমানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় রাউন্ডেও যেতে পারেনি তারা। ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশ কাছে ২–০ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি।

১৭গত ১২ মাসে পাকিস্তানের জয়ের সংখ্যা

সর্বশেষ ১২ মাসে পাকিস্তান ৯ টেস্ট খেলে জিতেছে মাত্র ৩টি, হেরেছে ৬টি। একই সময়ে ১৭টি ওয়ানডে খেলে ৮টি জিতেছে, হেরেছে ৯টি। অন্যদিকে ১৬টি টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ৬টি, হেরেছে ১০টি। সব মিলিয়ে সর্বশেষ ১২ মাসে পাকিস্তান তিন সংস্করণে ৪২টি ম্যাচ খেলে জিতেছে ১৭টি, হেরেছে ২৫টি।

আরও পড়ুন‘ভালোবাসার ক্রিকেট’ যুক্তি মানে না, তাই হেরে যায় বাংলাদেশ২১ ঘণ্টা আগে

পিসিবি কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যা ১৬ থেকে বেড়ে ২৪ করতে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে নারীদের জন্য বাজেটও বাড়ছে, যদিও পরিমাণটা খুব বেশ নয়। নারী ক্রিকেটের ঘরোয়া বাজেটে ৪ শতাংশ বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। তাতে বরাদ্দ দাঁড়িয়েছে ৩ কোটি ৭২ লাখ রুপি। এ ছাড়া পিসিবি ১২টি প্রথম শ্রেণির মাঠের দায়িত্ব নিজে নিচ্ছে। এ মাঠগুলোর পিচ প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৩৬ লাখ রুপি।

বেতন বাড়তে যাচ্ছে বাবর আজম, সালমান আগাদের

সম্পর্কিত নিবন্ধ