রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক হয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানবসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কবীর হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে আজ এ কথা জানানো হয়েছে। তিনি বর্তমান প্রকল্প পরিচালক জাহেদুল হাছানের স্থলাভিষিক্ত হবেন।

কবীর হোসেন ২০০০ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন। তিনি ২০২৪-২৫ সালে উপপ্রকল্প পরিচালক এবং ২০১৯-২০২৪ সালে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি মানবসম্পদ উন্নয়ন, আইএইএ এবং রাশান ফেডারেশনের সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় এবং প্রকল্পের গুরুত্বপূর্ণ পর্যায়ের নকশা ও বাস্তবায়নে অবদান রেখেছেন। এ ছাড়া তিনি আইএইএ, জাপান এটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, রাশিয়ার ওবনিনস্কের সিআইসিইটি এবং আরসিএ এর আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন এবং প্রকল্প বাস্তবায়ন ও পরমাণু অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রামে রাশান ফেডারেশনের কারিগরি সহায়তায় সর্বাধুনিক ৩ প্লাস জেনারেশনের ভিভিইআর-১২০০ প্রযুক্তির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণকাজ শেষ হলে ইউনিট দুটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পপ র

এছাড়াও পড়ুন:

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে, প্রতিটি ১০ টাকা দামের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের (জানুয়ারি থেকে ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে ৫ চ্যালেঞ্জ রয়েছে: সিপিডি

পুঁজিবাজারে পতন অব্যাহত

এর আগে মঙ্গলবার (২৭ মে) ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে। লভ্যাংশ দিতে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই।

সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৮১ টাকা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৩৪ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ
  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • শিবির ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে: উমামা ফাতেমা
  • চার দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নতুন পরিচালক ড. কবীর হোসেন
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পরিচালক হলেন ড. কবীর হোসেন
  • রাবির ২ ইউনিটে ভর্তির বিভাগ পছন্দক্রম প্রক্রিয়া শুরু
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়ান ব্যাংক