Narayanganj Times:
2025-06-17@16:29:39 GMT

চামড়া নিয়ে চালবাজী কেন?

Published: 10th, June 2025 GMT

চামড়া নিয়ে চালবাজী কেন?

ঈদুল আজহার পূর্বেই সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছিল বাস্তবে সরকারের সেই সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে টেনারী মালিক সিন্ডেকেট গরীব অসহায় মানুষ ও মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রিদের পেটে লাথি মেরেছে!!

সরকারের সিদ্ধান্তকে অমান্য করে নির্ধারিত মূল্যের চার ভাগের একভাগ মূল্য ও তারা দেয়নি!! দুইশত তিনশত বড়জোর পাচঁশত টাকায় চামড়া কিনেছে বেপারীগন! টেনারীতে গিয়ে বেপারীদের কপালে হাত! যে মূল্যে তারা চামড়া কিনেছে সে মূল্যও টেনারী মালিকগন দেয়নি!!

ফলে বেপারীগন ও বিরাট লোকসানে পড়েছে! বিষয়টি ভাবতেও অবাক লাগে  সরকারের সিদ্ধান্তকে আবমাননা করে সরকার প্রদত্ত টেনারীতে ওরা কি ভাবে চালাচ্ছে?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছ দেশে আধো কোন সরকার নেই!! দেশটা এখন হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী চালাচ্ছেন!! গোটি বিশ্ব যখন এগিয়ে যাচ্ছ তখন আমরা পিছিয়ে হবু গবুর যুগে ফিরে যাচ্ছি!! এটা জাতির চরম দূর্ভাগ্য!!
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সরক র

এছাড়াও পড়ুন:

ইরানের আকাশের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ দখল রয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের আকাশের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ দখল রয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ দাবি করেছেন।

ট্রাম্প লিখেছেন, “ইরানের আকাশসীমার উপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে।”

গত শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই সংঘাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। তবে মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা এখনো দেয়নি। তাই ট্রাম্প তার পোস্টে ‘আমাদের’ বলতে কাকে উল্লেখ করেছেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

ট্রাম্প লিখেছেন, “ইরানের কাছে ভালো আকাশ ট্র্যাকার এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল প্রচুর পরিমাণে। কিন্তু আমেরিকার তৈরি, জিনিসপত্রের  সাথে এর তুলনা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো আর কেউ এটি করতে পারে না।”

এর আগে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চান না।  তিনি এর চেয়ে অনেক বেশি কিছু চান। তিনি ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ