১২ ডিগ্রি তাপমাত্রায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন
Published: 15th, January 2025 GMT
কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.
তিনি আরো জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়): ৯.৫, সৈয়দপুর: ১৪.০, রংপুর: ১৩.৬, রাজারহাট (কুড়িগ্রাম): ১১.৩, ডিমলা (নীলফামারী): ১২.৫, বদলগাছি (নওগাঁ): ১৩.০, বগুড়া: ১৪.৪, ঈশ্বরদী (পাবনা): ১৩.০, যশোর: ১১.৬, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ১০.৭ এবং চুয়াডাঙ্গা: ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। কনকনে শীতে সাধারণ মানুষ কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন।
অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। ভোরে ঘনকুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এছাড়াও শীতে জবুথবু হয়েও কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হচ্ছে। শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বিভিন্ন ফসলি মাঠে কাজ করছেন শ্রমিকরা।
ঢাকা/মোসলেম/ইমন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাকিবকে ছাড়িয়ে উইকেট শৃঙ্গে তাইজুল
ঢাকা টেস্টে ৫ উইকেটের অপেক্ষায় ছিলেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে এগিয়ে গিয়েছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসের শুরুতেই তার শিকার ২ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ উইকেট।
তাতেই বিরাট এক কীর্তি গড়েছেন বাঁহাতি স্পিনার। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় সাকিব আল হাসানকে সরিয়ে এখন শীর্ষে তাইজুল। সাকিবের উইকেট ২৪৬টি। শৃঙ্গে উঠা তাইজুলের পকেটে ২৪৮ উইকেট।
আরো পড়ুন:
শততম টেস্ট: সেঞ্চুরি ও ফিফটিতে পন্টিংয়ের পাশে মুশফিকুর
৩ উইকেটে ৮৮ রান তুলে চা বিরতিতে আয়ারল্যান্ড
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজে তার টেস্ট অভিষেক। ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে প্রথম ম্যাচেই বাজিমাত করে পেয়ে যান ফাইফার। অভিষেকের আগে ওই বছর ঘরোয়া ক্রিকেটে ২২.৭ গড়ে ৫৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। এছাড়া ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চারদিনের ম্যাচে তার শিকার ছিল ৯ উইকেট।
কখনো সাকিবের অনুপস্থিতিতি, কখনো সাফল্যের পার্শ্ব-বোলার হিসেবে তাইজুল বিবেচিত হয়ে আসছিলেন। নায়ক হয়েও থাকতেন আড়ালে। পাদপ্রদীপের আলো বাইরে। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংকে তো একবার বলেওছিলেন, ‘‘আমাদের আরেকজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে সাকিব, যে তাইজুলের আগে থাকে। তাই তাইজুল সবসময় সামনে থাকে না। কিন্তু রেকর্ড তার পক্ষ কথা বলছে। আপনারা হয়ত সে ভালো করলেই শুধু কথা বলেন।’’
২০১৪ থেকে ২০২৫ সময় গড়িয়েছে অনেক। তাইজুলও নিজের অবস্থান করেছেন শক্তপোক্ত। তবে আড়াল থেকে তাইজুল আলোতে আসতে পেরেছেন শেষ কয়েক বছরই হলো। বিশেষ করে ২০১৭ সালের পর থেকে সাকিব যখন টেস্টে অনিয়মিত, তাইজুল প্রধানতম স্পিনার হিসেবে নিয়মিত খেলে আসছিলেন।
তাইজুলের অভিষেকের আগে সাকিব ৩৪ টেস্ট খেলেছেন। তার নেওয়া ২৪৬ উইকেটের ১২২টিই ওই সময়ে পেয়েছিলেন। তাইজুলের আগমণের পর বাকি ১২৪ উইকেট পেয়েছেন ৩৭ টেস্টে। সেই সাকিবকে এখন টেস্টে ছাড়িয়ে উইকেট-পর্বতের চূড়ায় তাইজুল।
বাংলাদেশের তিন স্পিনার টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ২০০ উইকেট পেতে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট, তাইজুল সেটা ছুঁয়েছেন ৪৮ টেস্টেই। মিরাজের লেগেছিল ৫২ টেস্ট। সাকিব থাকায় কম্বিনেশনের কারণে টেস্টের একাদশে তাইজুল সুযোগ পেতেন না অনেক সময়। দেশের মাটিতে সুযোগ হলেও বাইরে একেবারে কালেভাদ্রে।
সাকিবের সঙ্গে ৭১ টেস্টে মাত্র ২৬টিতে ছিলেন তাইজুল। যার ২২টি দেশের মাঠে। ৪টি বাইরে। যেই ৪টি দেশের বাইরে তার মধ্যে ২টি ভারতে এবং ১টি করে শ্রীলঙ্কায় ও ওয়েস্ট ইন্ডিজে। পারফরম্যান্সের বিচারে দুইজন কাছাকাছি অবস্থান করছেন। একসঙ্গে খেলা ২৬ টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ১০২টি। তাইজুলের ৯৪টি। দেশে সাকিবের উইকেট ৮৪টি। তাইজুলের ৮৫টি। অ্যাওয়েতে সাকিবের শিকার ১৮টি। তাইজুলের ৯টি।
সাকিবের সঙ্গে খেলায় তাইজুল যতটা কার্যকারী ভূমিকা রাখেন, অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিয়ে তাইজুল ততটাই ধ্রুপদী। ৩১ ম্যাচে ৫৩ ইনিংসে ১৫৪* উইকেট পেয়েছেন ২৯.১২ গড়ে। ক্যারিয়ারের ১৭ ফাইফারের ১৩টিই পেয়েছেন সাকিববিহীন ম্যাচে। পরিসংখ্যানই বলে দেয়, সাকিবের ছায়া থেকে বেরিয়ে তাইজুল হয়ে উঠেন আরো দ্যোদিপ্যমান। দায়িত্বের মশাল থাকে তার হাতেই। হতে হয় স্পিন আক্রমণের নেতা। এখন পর্বতের চূড়ায়।
ঢাকা/আমিনুল