ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫
Published: 4th, February 2025 GMT
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য জুলাই অভ্যুত্থান শীর্ষক প্রযোজনাকে কেন্দ্র করে নাট্যকর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় স্থানীয় নাট্যদল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদের নিয়ে এক বিশেষ নাট্যকর্মশালা শুরু হয়েছে।
এই কর্মশালার জন্য অডিশনের মাধ্যমে ১৪ জন নাট্যকর্মী নির্বাচিত করা হয়েছে। ২৭ জানুয়ারি শুরু হওয়া এ কর্মশালা ১৫ দিনব্যাপী চলবে এবং ১০ ফেব্রুয়ারি নাট্যকর্মশালার সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় কবি জসীম উদদীন হলে অংশগ্রহণকারীদের পরিবেশনায় "জুলাই অভ্যুত্থান" চূড়ান্ত নাটকটি মঞ্চায়ন করা হবে।
কর্মশালার আয়োজন সমন্বয়ক, ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন জানান, প্রশিক্ষক হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন বিশ্বনাথ ভৌমিক।
ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সংগ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৩ ফেব্রুয়ারি ২০২৫)
লিজেন্ড ৯০ লিগে আছে দুটি ম্যাচ। উয়েফা ইউরোপা লিগে আছে কয়েকটি ম্যাচ।লিজেন্ড ৯০ লিগ????
দিল্লি–দুবাই
বিকেল ৪–৩০ মি. ????সনি স্পোর্টস টেন ১
গুজরাট–পাঞ্জাব
সন্ধ্যা ৭–৩০ মি. ???? সনি স্পোর্টস টেন ১
ফেনেরবাচে–অ্যান্ডারলেখট
রাত ১১-৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২
মিতিউলান–সোসিয়েদাদ
রাত ১১-৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ৫
সেন্ট জিলোয়া–আয়াক্স
রাত ১১-৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ১
এফসি পোর্তো–এএস রোমা
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ২
এজেড আল্কমার–গালাতাসারাই
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ১
পিএওকে–স্টেওয়া বুকুরেস্টি
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৩
টুয়েন্টে–বোদো/গ্লিমট
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৫