ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫
Published: 4th, February 2025 GMT
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য জুলাই অভ্যুত্থান শীর্ষক প্রযোজনাকে কেন্দ্র করে নাট্যকর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় স্থানীয় নাট্যদল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদের নিয়ে এক বিশেষ নাট্যকর্মশালা শুরু হয়েছে।
এই কর্মশালার জন্য অডিশনের মাধ্যমে ১৪ জন নাট্যকর্মী নির্বাচিত করা হয়েছে। ২৭ জানুয়ারি শুরু হওয়া এ কর্মশালা ১৫ দিনব্যাপী চলবে এবং ১০ ফেব্রুয়ারি নাট্যকর্মশালার সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় কবি জসীম উদদীন হলে অংশগ্রহণকারীদের পরিবেশনায় "জুলাই অভ্যুত্থান" চূড়ান্ত নাটকটি মঞ্চায়ন করা হবে।
কর্মশালার আয়োজন সমন্বয়ক, ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন জানান, প্রশিক্ষক হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন বিশ্বনাথ ভৌমিক।
ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সংগ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।