বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য জুলাই অভ্যুত্থান শীর্ষক প্রযোজনাকে কেন্দ্র করে নাট্যকর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলায় স্থানীয় নাট্যদল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদের নিয়ে এক বিশেষ নাট্যকর্মশালা শুরু হয়েছে।

এই কর্মশালার জন্য অডিশনের মাধ্যমে ১৪ জন নাট্যকর্মী নির্বাচিত করা হয়েছে। ২৭ জানুয়ারি শুরু হওয়া এ কর্মশালা ১৫ দিনব্যাপী চলবে এবং ১০ ফেব্রুয়ারি  নাট্যকর্মশালার সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় কবি জসীম উদদীন হলে অংশগ্রহণকারীদের পরিবেশনায় "জুলাই অভ্যুত্থান" চূড়ান্ত নাটকটি মঞ্চায়ন করা হবে।

কর্মশালার আয়োজন সমন্বয়ক, ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন জানান, প্রশিক্ষক হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন বিশ্বনাথ ভৌমিক।

ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সংগ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ট যদল ন ট যকর ম

এছাড়াও পড়ুন:

উইন্ডোজ ফায়ারওয়াল ত্রুটির বার্তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ মাইক্রোসফটের

জুন ২০২৫-এর প্রিভিউ আপডেট ইনস্টল করার পর উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের একটি অংশ তাঁদের সিস্টেম রিবুট করার পর ফায়ারওয়াল–সংক্রান্ত একটি ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন। তবে মাইক্রোসফট বলছে, এ ধরনের বার্তা সম্পূর্ণরূপে উপেক্ষাযোগ্য এবং এতে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ত্রুটিটি ‘ইভেন্ট ২০৪২’ হিসেবে উইন্ডোজের ইভেন্ট ভিউয়ারে সংরক্ষিত হচ্ছে। এতে ‘কনফিগ রিড ফেইলড’ ও ‘মোর ডেটা ইজ অ্যাভেইলেবল’—এ ধরনের বার্তা দেখা যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, এটি একটি সাধারণ সমস্যা। একটি নতুন ফিচারের জন্য এমন হচ্ছে। অবশ্য ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং অপারেটিং সিস্টেমের সঙ্গে পুরোপুরি সংযুক্ত হয়নি। উইন্ডোজ রিলিজ হেলথ ড্যাশবোর্ডে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন ২০২৫-এর উইন্ডোজ নন-সিকিউরিটি প্রিভিউ আপডেট (কেবি৫০৬০৮২৯) ইনস্টল করার পর নিরাপত্তা লগে উইন্ডোজ ফায়ারওয়াল উইথ অ্যাডভান্সড সিকিউরিটি-সংক্রান্ত একটি ত্রুটি ইভেন্ট দেখা দিতে পারে। এটি নিছক একটি অপ্রয়োজনীয় বার্তা, যা উপেক্ষা করাই যথার্থ। মাইক্রোসফট আরও বলেছে, উল্লেখিত ইভেন্টটি একটি অসমাপ্ত ফিচারের সঙ্গে সম্পৃক্ত। এটি এখনো কার্যকরভাবে যুক্ত হয়নি, তাই ব্যবহারকারীদের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। উইন্ডোজ ফায়ারওয়ালের কার্যকারিতায় এর কোনো প্রভাব পড়বে না।

এই ত্রুটি বার্তা শুধু উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণে দেখা দিতে পারে। তবে এটি সিস্টেমের নিরাপত্তা কিংবা অন্যান্য কার্যপ্রবাহে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না বলেও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। মাইক্রোসফট জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানে কাজ করছে এবং পরবর্তী আপডেটে এ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের একাধিক আপডেটের পর এ রকম কিছু ত্রুটির বার্তা দেখা গেছে, যেগুলো প্রকৃতপক্ষে ব্যবহারকারীর ডিভাইসে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। চলতি বছরের এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি  কিছু উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ ডিভাইসে বিটলকার এনক্রিপশন–সংক্রান্ত বিভ্রান্তিকর সতর্কবার্তা প্রদর্শনের একটি ত্রুটির সমাধান করে। ওই মাসেই মাইক্রোসফট আরেকটি ত্রুটির সমাধান করে। সেই ত্রুটির ফলে উইন্ডোজ রিকভারি এনভায়রনমেন্ট (উইনআরই) আপডেট ইনস্টল করার পর কিছু ডিভাইসে ০x৮০০৭০৬৪৩ ত্রুটি বার্তা প্রদর্শিত হয়। মাইক্রোসফট বলছে, এ ধরনের ত্রুটির বার্তা যদিও ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে, তবে প্রকৃতপক্ষে এগুলোর বেশির ভাগই অপ্রাসঙ্গিক এবং নিরাপত্তা বা সিস্টেম পরিচালনায় কোনো ঝুঁকি তৈরি করে না।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

সম্পর্কিত নিবন্ধ

  • সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (৮ জুলাই ২০২৫)
  • ২০২৫ সালের প্রথম ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক
  • বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যারা
  • ‘খাদ্যে মূল্যস্ফীতি ২ বছরের মধ্যে সর্বনিন্ম’
  • আজ টিভিতে যা দেখবেন (৭ জুলাই ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৬ জুলাই ২০২৫)
  • জাতিসংঘ মানবাধিকার কার্যালয় নিয়ে কিছু নিরীহ প্রশ্ন
  • বাঘ রক্ষায় ঢাকায় দৌড়ের আয়োজন, অংশ নিতে করতে হবে নিবন্ধন
  • উইন্ডোজ ফায়ারওয়াল ত্রুটির বার্তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ মাইক্রোসফটের