অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় নিজ নিজ পরিবারের জিম্মায় তাদের দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। 

গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। 

এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে একইদিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা। 

এরপর শুক্রবার সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা যায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কু‌ষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের সাইনবোর্ডে আগুন

কুষ্টিয়া সদর উপ‌জেলায় গ্রামীণ ব্যাংকের আঞ্চ‌লিক অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে শহরের পি‌টিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে।

বিপ্লব দাস না‌মে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমি‌য়ে প‌ড়ি। এরপর আর কিছুই টের পাইনি। সকা‌লে উঠে দেখি, অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দেওয়‌া হ‌য়ে‌ছে।’

আজ সকা‌লে পি‌টিআই সড়কে অব‌স্থিত গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চ‌লিক শাখায় গি‌য়ে দেখা যায়, চারতলা ভব‌নের নিচতলায় অফিস। কয়েক শ গজ দূরে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নি‌ফের বা‌ড়ি (পরিত্যক্ত)। গ্রামীণ ব্যাংকের অফি‌সের গ্রিলে টাঙানো সাইন‌বো‌র্ডের নি‌চের অং‌শে পোড়া দাগ আছে। ত‌বে আগুন দেওয়ার বিষয়ে বা‌ড়ির মা‌লিক ও ভাড়া‌টেরা কেউ কিছু দে‌খেন‌নি ব‌লে জানান। এরপর দুপুর ১২টার দি‌কে গি‌য়ে অফিসে কাউকে পাওয়া যায়‌নি। সাইন‌বোর্ডও খুঁজে পাওয়া যায়‌নি।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগু‌নের তেমন কোনো আলামত পাওয়‌া যায়‌নি। শুধু সাইন‌বো‌র্ডে পোড়া চিহ্ন আছে। কেউ কিছুই বল‌তে পা‌রেন‌নি। ধারণা কর‌ছি, রা‌তে রাস্তায় টায়া‌রে আগুন দেওয়া হ‌য়ে‌ছিল। সেই আগুনের আঁচ সাইন‌বো‌র্ডে লে‌গেছে। আগুন কেউ দেখেননি। কেউ নেভাননি। তবে এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থে‌কে এক বোতল পেট্রল জব্দ করে পু‌লিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ স্কুল মাসকাট বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করুক
  • ইংলিশ চ্যানেলে রাশিয়ার যুদ্ধজাহাজ-ট্যাঙ্কার আটক
  • বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল
  • ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নিজেই নজরদারি যন্ত্র নষ্ট করতে প্ররোচিত হয়েছিলেন: দাবি বলসোনারোর
  • মাছ আহরণ কমে গেছে, জাহাজ বিক্রি করে দিচ্ছেন মালিকেরা
  • রূপকথার গল্প লেখা হলো না রিপন–গাফফারদের, সুপার ওভারে জিতে চ্যাম্পিয়ন শাহিনস
  • রাবির দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি
  • তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ
  • শাকসু নির্বাচনের নতুন তারিখ ২০ জানুয়ারি, পুনঃ তফসিল কাল
  • কু‌ষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের সাইনবোর্ডে আগুন