মুক্তির পরই ঝড় তুলল যে কোরীয় ছবি
Published: 7th, February 2025 GMT
অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত কোরীয় নির্মাতা। গত কয়েক বছরে এই ধারার বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছিল। তেমনই একটি সিনেমা ‘হিটম্যান: এজেন্ট জুন’। এবার এসেছে ২০২০ সালে মুক্তি পাওয়া এই সিনেমার সিকুয়েল ‘হিটম্যান ২’। গত ২২ জানুয়ারি মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। খবর ভ্যারাইটির
মুক্তির পর থেকেই কোরীয় বক্স অফিসের শীর্ষে ছিল ‘হিটম্যান ২’। এখন ছবিটি শীর্ষস্থান হারালেও এর মধ্যেই যথেষ্ট ব্যবসা করেছে। ২৯ জানুয়ারি মুক্তির অষ্টম দিনে ছবিটি দেখেন ১০ লাখ দর্শক, বছরের প্রথম কোরীয় সিনেমা হিসেবে এ রেকর্ড গড়ল ‘হিটম্যান ২’। ২ ফেব্রুয়ারি মুক্তির ১৩তম দিনে এ সংখ্যা দাঁড়ায় ২০ লাখ।
প্রথম কিস্তির মতো এ ছবিও নির্মাণ করেছেন চোই উন-সুব। ‘হিটম্যান ২’তে অভিনয় করেছেন কোন সাং-উ, জুন জুন-হো, হাওয়ং উ-সিউল-হে।
ছবির গল্প জুনকে (কোন সাং-উ) নিয়ে। সে কার্টুনশিল্পী। এবারের পর্বে দেখা যাবে শিল্পী হিসেবে সে বেশ যশখ্যাতি পেয়েছে। কিন্তু মুশকিল হয় তাঁর কার্টুন অনুসরণ করে সন্ত্রাসী হামলার পর।
‘হিটম্যান ২’ সিনেমার পোস্টার। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভৈরবে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে অফিস রুমে ঢুকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মো. আজিম রানা ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে জেলার বাজিতপুর উপজেলার মাইজচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
অভিযুক্ত যুবলীগ নেতা মো. আজিম রানা ভূঁইয়া গজারিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
জানা যায়, গত ঈদের বন্ধের পর অভিযুক্ত যুবলীগ নেতা মো. আজিম রানা ভূঁইয়া কাউকে না জানিয়ে বিদ্যালয়ের পানির ট্যাংক থেকে পাইপ লাগিয়ে পুকুরে পানি দেয়। যার কারণে বিদ্যালয়ের একমাত্র পাম্পটি পুড়ে যায়। এছাড়াও আজিম রানা প্রায়ই বিদ্যালয়ে দপ্তরির রুমে ঢুকে জোর করে মাদক সেবন করতেন। বিদ্যালয়ে মাদক সেবনে বাধা দিলে সে উগ্র হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। তার অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় তার মায়ের কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৯ জুন রোববার দুপুরে বিদ্যালয়ে অফিস রুমে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একপর্যায়ে প্রধান শিক্ষক একেএম মাসুদকে মারধর করে। এ ঘটনার বিষয়টি তাৎক্ষণিক শিক্ষা অফিসার থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে।
এ ঘটনায় ২৯ জুন রাতে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক একেএম মাসুদ।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছনা করার ঘটনাটি দুঃখজনক। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ রানা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত যুবলীগ নেতা মাসুদ রানাকে বাজিতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ ৮ জুলাই অভিযুক্ত মাসুদ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।