ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাই: ৫৭ ব্যারেল পাম তেল উদ্ধার, গ্রেপ্তার ৪
Published: 6th, May 2025 GMT
ডিবি পুলিশের পরিচয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাঁও এলাকা থেকে তেলবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ ৫৭টি তেলের ব্যারেল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার চারজন হলেন- মো. আলম (৩২), নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো.
মঙ্গলবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান শ্রীনগর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে ৭৫ ড্রাম পাম তেল (মূল্য আনুমানিক ২১,৭৫,০০০ টাকা) নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি রাত ৯টার দিকে শ্রীনগরের বেজগাঁও যাত্রী ছাউনির কাছে পৌঁছলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে থামায় পিকআপে আসা ৬ জনের একটি ডাকাত দল। তারা চালক মো. রাসেল (২২) ও হেলপার মো. আল-আমিন হোসেনকে (২৩) হাতকড়া পড়িয়ে পিকআপে তোলে এবং জোরপূর্বক নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। এরপর চালক ও হেলপারকে ছনবাড়ী-মুন্সীগঞ্জ সড়কের পাশে ফেলে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ট্রাকের মালিক জিপিএসের মাধ্যমে ট্রাকটির গতিবিধি লক্ষ্য করে রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার এবং কল্লিগাঁও বড় জামে মসজিদের পাশে রাস্তার কাছে ১৮ ড্রামভর্তি তেলসহ ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় ২ মে শ্রীনগর থানায় মামলা করা হয়।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, মামলা করার পর জেলা পুলিশের একাধিক ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যে ঢাকার হাজারীবাগ এলাকার মেসার্স জামাল এন্টারপাইজ অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর থেকে ৩৫টি ড্রামভর্তি তেল ও ২২ খালি তেলের ড্রাম উদ্ধার করে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩০০ এজেন্ট নিয়ে ইউএস-বাংলার ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ অনুষ্ঠিত
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপে আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ সম্মেলন পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫।
গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত এই আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট দেশের একক এয়ারলাইন্স বিদেশে নিয়ে গেছে ৩০০-এর অধিক ট্রাভেল এজেন্ট। অংশগ্রহণকারীরা এসেছিলেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে।
গত ১৯ সেপ্টেম্বর ইউএস-বাংলার দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে তারা ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিশেষ পুরস্কার বিতরণী।
পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এবারের সম্মেলনে পুরস্কৃতদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান গোযায়ান লিমিটেড।
ঢাকা/এসবি