পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা।

আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার–বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

ইতিমধ্যে, পাকিস্তান ভারতের ওই হামলার নিন্দা জানিয়েছে। হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে তারা। ভারতের হামলাকে ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে।

ইসলামাবাদ বলছে, ভারতের হামলায় অন্তত ২৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন। জবাবে গতরাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লি বলেছে, পাকিস্তানের হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে।

আরও পড়ুনভারত-পাকিস্তান: সামরিক সক্ষমতায় কে এগিয়ে২৬ এপ্রিল ২০২৫

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের এক হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ইসলামাবাদ বলছে, হামলায় অন্তত ২৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন। জবাবে রাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লি বলেছে, পাকিস্তানের এ হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

আরও পড়ুনতিন রাফাল, এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ‘ভূপাতিত’৯ ঘণ্টা আগে

পাকিস্তান বলেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও কিছু ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধবিমানগুলোকে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি।

তবে এসব বিষয়ে ভারত এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুনভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হওয়ার খবর১ ঘণ্টা আগেআরও পড়ুনভারতের হামলায় পাকিস্তানে কতটা ক্ষয়ক্ষতি হলো৫ ঘণ্টা আগেআরও পড়ুনমুজাফফরাবাদ ও পাঞ্জাবে ভারতের হামলায় মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: বিবিসিকে প্রত্যক্ষদর্শী৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘পাসপোর্ট সময়মতো না আসায়’ ইউরো জেতা হয়নি রাফিনিয়ার

রাফিনিয়ার জন্ম ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে। বাবা রাফায়েল দিয়াস বেলোল্লি ইতালিয়ান। সেই সূত্রে ব্রাজিলিয়ান উইঙ্গারের ইতালিয়ান পাসপোর্টও আছে। ব্রাজিলিয়ান সাংবাদিক ইসাবেলা পাগলিয়ারির চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া জানিয়েছেন, আর একটু হলেই তিনি ইতালি জাতীয় দলে খেলতেন। পাসপোর্ট সময়মতো না আসায় ইতালি জাতীয় দলে খেলা হয়নি রাফিনিয়ার।

২৮ বছর বয়সী উইঙ্গার জানিয়েছেন, ২০২০ ইউরো সামনে রেখে তাঁকে পরিকল্পনায় রেখেছিল ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। রাফিনিয়া নিজেও মনে মনে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু কপালে না থাকলে যা হয়! ইতালিয়ান পাসপোর্ট সময়মতো হাতে পাননি। এরপর সেবারের ইউরোয় ইতালি চ্যাম্পিয়ন হলো। মাসখানেক পরই ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পান রাফিনিয়া।

আরও পড়ুন‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা আরনল্ডের, যাচ্ছেন রিয়াল মাদ্রিদে৪ ঘণ্টা আগে

রাফিনিয়ার বর্তমান ক্লাব বার্সেলোনার পরিচালক ও ক্লাবটির সাবেক পর্তুগিজ মিডফিল্ডার ডেকোও ২০২১ সালে জানিয়েছিলেন, রাফিনিয়ার প্রতি সে সময় আগ্রহ দেখিয়েছিল এফআইজিসি, ‘ইতালিয়ান ফেডারেশন থেকে গত বছর (২০২০ সাল) খুব তোড়জোড় করে খোঁজখবর নেওয়া হয়েছিল।’

বার্সেলোনা উইঙ্গার এ নিয়ে ইসাবেলা পাগলিয়ারির চ্যানেলকে বলেছেন, ‘ইতালি জাতীয় দলের ডাকে সাড়া দেওয়ার খুব কাছাকাছি ছিলাম। ইউরোয় খেলার কথা ছিল, যেটা তারা জিতেছে ২০২০ সালে। আমি যেতে প্রস্তুত ছিলাম, পাসপোর্টটি পাইনি।’

বার্সেলোনায় এ মৌসুমে দারুণ সময় কাটছে রাফিনিয়ার

সম্পর্কিত নিবন্ধ

  • জানমাল রক্ষায় প্রকল্পটি দ্রুত শেষ করুন
  • ‘পাসপোর্ট সময়মতো না আসায়’ ইউরো জেতা হয়নি রাফিনিয়ার