রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (২০২৪ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে তাদের ক্লাস শুরু হবে বলে জানা গেছে।

শনিবার (১০ মে) রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের, সকাল ১০টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসগুলোর এবং বেলা সোয়া ১১টায় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলার প্রতিবাদে সমাবেশ

রাবিতে আন্তঃবিভাগ খেলার পুরস্কার বিতরণী

প্রতিটি অনুষদভূক্ত বিভাগগুলোর ওরিয়েন্টশন সভায় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো.

রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক বশির আহমদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার জানান, আগামী সোমবার (১২ মে) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী প্রথম দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।

ঢাকা/মাহাফুজ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ প রথম

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু জুলাইয়ে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাইজিংবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল (বুধবার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকেই সব আসন পূরণ হয়েছে।

আরো পড়ুন:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে ড্রেন

সিকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল, সম্পাদক মাহমুদ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা পহেলা জুলাই থেকে নতুন শিক্ষার্থীদের পাঠদান শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আমাদের সব আসনে ভর্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি কিছু আসনে ভর্তি বাতিল হচ্ছে। এজন্য ১৫ দিনের মতো সময় নিয়ে খালি আসনের বিপরীতে আরেকবার ভর্তির জন্য ডাকা হবে।”

নতুন শিক্ষার্থীদের হলে আসন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে সবাইকে হল বরাদ্দ দিয়েছি। পরবর্তীতে হলগুলো থেকে খালি আসনের সংখ্যা জানানো হলে আমরা মেরিট অনুযায়ী আসন বরাদ্দ দেব।”

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান কি ভারতের সঙ্গে আরেকটা সংঘাত সামলাতে সক্ষম?
  • প্রাথমিকে দেশ সেরা স্কুল দিনাজপুরের সুব্রত খাজাঞ্জী
  • গত বছর কেউ রেকর্ড মুনাফায়, কেউ বড় লোকসানে
  • রিমান্ড শেষে কারাগারে জাফর 
  • খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানুন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য যত নির্দেশনা
  • শাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু জুলাইয়ে
  • বজ্রপাতে মৃত্যু: ওরা গরিব, তাই কি আমাদের গড়িমসি
  • মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেড়েছে ১৪ শতাংশ