তিন দফা দাবি আদায় না হলে সড়ক ত্যাগ নয়: হাসনাত আব্দুল্লাহ
Published: 10th, May 2025 GMT
আওয়ামী লীগকে সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
এ দিকে তিন দফা দাবিতে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শাহবাগে চারটি খুঁটিতে ১২টি মাইক লাগানো হয়েছে। এগুলোতে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে।
তাদের বাকি দুটি দাবি হলো- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
হাসনাত ফেসবুক পোস্টে বলেন, এই তিন দফার একটি বাকি থাকতেও ছাত্র-জনতা রাস্তা থেকে উঠবে না। আমরা পাঁচ অগাস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি। আমাদের দাবি আদায় করে ছাড়বোই। কোনো ষড়যন্ত্র কাজ হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।
এ দিকে শাহবাগে অবস্থানকে কেন্দ্র করে কাঁটাবন মোড়, মৎস্যভবন, টিএসসি মোড়, বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়ক বন্ধ রয়েছে।
আন্দোলনকারীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইনকিলাব মঞ্চ, খেলাফত মজলিস, জুলাই ঐক্য, জুলাই মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তবে এতে বিএনপি অথবা ছাত্রদলের কেউ অংশ নেননি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মান্নানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে অপ-প্রচার ও ষড়যন্ত্রর হচ্ছে দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে ষড়যন্ত্রকারীদের এহেন কর্মকান্ডের প্রতিবাদ জানায়।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার তার বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের কিছু কতিপয় নেতা বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নির্যাতিত নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমরা বলতে চাই, বিগত দিনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে পরিক্ষীত নেতা হিসেবে নেতৃত্ব পেয়েছি। আমাদের প্রাণপ্রিয় মাতা বেগম খালেদা জিয়া আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষ হাতে তুলে দিয়েছেন।
আমরা তৃনমূলের নেতাকর্মীরা বলতে চাই আমাদের সিদ্ধিরগঞ্জের মাটি থেকে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তাকে সংসদে পাঠাব।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নূরুল ইসলাম, কর্নেল, সদস্য ইঞ্জি. রাসেল, সোহাগ, রিয়াজ, প্রিন্স, সুমন, আলামিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু, টুটুল, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সিফাতুর রহমান রাজু, শাহাদাত, হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুলসহ প্রমূখ।