বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে
Published: 11th, May 2025 GMT
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি চাল, ডাল, ডিম, ভোজ্যতেল, চিনি ইত্যাদি নিত্যপণ্যে সিন্ডিকেট ভাঙার জন্য নতুন একটি কমিশনের উদ্যোগ নিয়েছে সরকার। কমিশনটি স্থায়ী করার প্রস্তাব করা হয়েছে। এ কমিশনের প্রস্তাবিত নাম ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন (এনবিএসসি)।’ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ কমিশন গঠনের প্রস্তাবক। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শুধু প্রস্তাব দেয়নি, কমিশন গঠনের একটি রূপরেখাও তৈরি করে দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ রূপরেখার ওপর একটি বৈঠক করেছে গত ২৩ জানুয়ারি। তখন বাণিজ্যসচিবের পদ ফাঁকা ছিল। সচিবের রুটিন দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
ওই বৈঠকের পর কিছুদিন থেমে ছিল উদ্যোগটি। তবে তাগিদ ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দিক থেকে। ফেব্রুয়ারির শেষ দিকে মাহবুবুর রহমান নিয়মিত বাণিজ্যসচিব হিসেবে যোগ দেন। এরপরই বাণিজ্য মন্ত্রণালয় গত ১৬ মার্চ সম্ভাব্য কমিশনের রূপরেখার ওপর মতামত দিতে চারটি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠায়। সঙ্গে পাঠায় রূপরেখার ওপর অনুষ্ঠিত আলোচনার সারসংক্ষেপ।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু কোনো প্রতিষ্ঠানই এ ব্যাপারে তখন মতামত দেয়নি। পরে গত ১০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় আবার প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে মতামত দেওয়ার কথা স্মরণ করিয়ে দেয়।
উভয় চিঠিতেই প্রস্তাবিত কমিশনের রূপরেখাটি পর্যালোচনা করে পরিপূর্ণ মতামত দেওয়ার অনুরোধ করা হয় প্রতিষ্ঠানগুলোকে। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, প্রস্তাবিত জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশনের লক্ষ্য, উদ্দেশ্য, ক্ষমতা, দায়িত্ব বা কার্যাবলির সঙ্গে তাদের লক্ষ্য, উদ্দেশ্য, ক্ষমতা, দায়িত্ব বা কার্যাবলির কোনো দ্বৈত আছে কি না, তা পর্যালোচনা করতে হবে।
জানা গেছে, নতুন কমিশন গঠনে আপাতত ১০০ থেকে ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। তবে কার্যক্রম বাড়লে এ কমিশনের জন্য বাজেট আরও বাড়বে। বাজার স্থিতিশীলতার জন্য এ কমিশন জাতিসংঘ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও অন্য উন্নয়ন সহযোগী সংস্থা থেকে সহযোগিতা ও অনুদান নিতে পারে।
টিসিবি ও বিটিটিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। নাম না প্রকাশের শর্তে বিটিটিসির একজন কর্মকর্তা জানান, বাণিজ্য মন্ত্রণালয় বৈঠক করেছে ঠিক, তবে নতুন কোনো কমিশন গঠনের বদলে বিদ্যমান সংস্থাগুলোকে কার্যকর ও শক্তিশালী করার মধ্যেই সমাধান করা যেতে পারে বলে তিনি মনে করেন।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন কমিশন গঠনের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মতামতের জন্য চিঠি পাঠিয়েছি। পাওয়ার পর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি বৈঠক ডাকব। এরপর সময়সীমা ঠিক করব।’
রূপরেখায় কী আছেপ্রস্তাবিত কমিশনকে ‘জাতীয় উদ্যোগ’ হিসেবে বিবেচনা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বলেছে, দেশের বাজার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই অসংগতিপূর্ণ, অবৈধ সিন্ডিকেট ও মূল্য কারচুপি বিরাজ করছে, যা জনস্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ। ভোক্তা সুরক্ষায় অবহেলা, বাজারে অস্থিতিশীলতা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, লবণ, মুরগি, গরুর মাংস, ডিম, মাছ, আলু, পেঁয়াজ, সবজি ও সারে সিন্ডিকেট করা হয় বলে উল্লেখ করা হয়।
রূপরেখায় বলা হয়েছে, বাজারে স্থিতিশীলতা আনার জন্যই কমিশনটি গঠনের পরিকল্পনা করা হয়েছে। কমিশন গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাজার ব্যবস্থাপনাকে সুষ্ঠু, কার্যকর ও প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ করা। বাজারে মূল্য, সরবরাহ ও চাহিদা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করবে এ কমিশন। সিন্ডিকেট ও অবৈধ ব্যবসায়িক কার্যক্রম রোধও এ কমিশন করবে।
এ ছাড়া বাজারের কার্যক্রম তদারক, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, মজুত নিয়ন্ত্রণ, বাজারে জনগণের সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয় থাকবে প্রস্তাবিত কমিশনটির আওতায়।
কমিশনের একজন চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও সদস্য থাকবেন। আর থাকবে পরামর্শক প্যানেল, বাজার বিশ্লেষক দল, আইনি ও আইনানুগ বিষয়ক কমিটি। ভোক্তা সুরক্ষা বিভাগ নামের একটি বিভাগও রাখতে হবে। কতজন সদস্য থাকবে, তা বলা নেই। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইনবিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, কৃষিবিদ, ব্যবসায়ী নেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা থাকবেন পরামর্শক কমিটিতে।
স্থিতিশীলতাবিষয়ক কাজের জন্য প্রতিযোগিতা কমিশন উপযুক্ত সংস্থা নয় উল্লেখ করে কমিশন গঠনের পক্ষে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। এগুলো হচ্ছে বিশেষায়িত লক্ষ্য ও কাঠামো, সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা, অধিক মনোযোগ ও দক্ষতা, মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় এবং স্বচ্ছতা।
বলা হয়েছে, যারা নিয়মিত ন্যায্য দামে পণ্য বিক্রি করবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে আর যারা সিন্ডিকেটে জড়িত থাকবে, লাইসেন্স বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সারসংক্ষেপে যা আছেবাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, অতিরিক্ত সচিব আবদুর রহিম খান শুরুতেই আলোচনার উদ্যোগের জন্য ছাত্র প্রতিনিধিদের স্বাগত জানান। রূপরেখা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি ছাত্র প্রতিনিধিদের আশ্বাস দেন।
এ বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভেরিফিকেশন কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ব্রাজিল থেকে ৪৫ টাকায় চিনি কেনা হয়। ৩০ টাকা শুল্ক যুক্ত হওয়ার পর দাম পড়ে ৭৫ টাকা। অথচ বাজারে এর দাম ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। প্রতিবেশী দেশ ভারতে প্রতি কেজি চিনি ৫৩ রুপি, যার দাম বাংলাদেশি মুদ্রায় ৭৫ টাকা। এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম দৃশ্যমান করা উচিত।
ছাত্র প্রতিনিধি নিশাত আহমেদ তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নওগাঁ জেলা প্রশাসন পরিচালিত টাস্কফোর্সের সদস্য হিসেবে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি দেখেছেন হিলি স্থলবন্দর দিয়ে আসা এক কেজি পেঁয়াজের দাম নওগাঁয় বিক্রি হচ্ছে ৯০ টাকা। একই পেঁয়াজের দাম ঢাকায় ১২০ ও জয়পুরহাটে ১১৫ টাকা। এগুলোর নিরসন হওয়া দরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম অবশ্য ট্যারিফ কমিশনের তথ্য উল্লেখ করে বৈঠকে জানান, ব্রাজিল থেকে প্রতি কেজি চিনি আমদানির খরচ ১১২ টাকা পড়ে। আর টিসিবির হিসাবে বাজারদর ১২৫ থেকে ১৩০ টাকা।
আরেক ছাত্রপ্রতিনিধি আফজালুর রহমান সায়েম বলেন, সিন্ডিকেট ভাঙার জন্য প্রতিযোগিতা কমিশনকে এগিয়ে আসতে হবে।
প্রতিযোগিতা কমিশনের সদস্য আফরোজা বিলকিস বলেন, নিত্যপণ্যের মূল্য সহনশীল রাখতে প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
গতকাল আফরোজা বিলকিসের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বৈঠক একটি হয়েছিল। তবে এর অগ্রগতি নিয়ে তাঁর কাছে হালনাগাদ তথ্য নেই।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের সেপ্টেম্বরে গঠন করা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সভাপতি। এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে গত বৃহস্পতিবার সরে দাঁড়ান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তবে তিনি ফাউন্ডেশনের পর্ষদে রয়েছেন।
গতকাল ফোনে জানতে চাইলে মীর মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর ভালো জানা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া ছাত্র-প্রতিনিধিদের নাম-পরিচয় উল্লেখ করে জানতে চাইলে মীর মাহবুবুর রহমান বলেন, সবাইকে তিনি চেনেন। খোঁজ নিয়ে তিনি পরে কথা বলবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ব ত কর মকর ত অন ষ ঠ ত মত মত দ য় র পর র জন য র পর খ ব যবস র একট সদস য
এছাড়াও পড়ুন:
সিডনিতে আগুনের গানে জ্বলল ঢাবির স্মৃতির প্রদীপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ছিল এটি এক আবেগঘন সন্ধ্যা। প্রিয় মুখ, পুরোনো দিন আর মন ছুঁয়ে যাওয়া গান—সব মিলিয়ে সিডনির গ্রানভিলের গ্র্যান্ড রয়্যাল ভেন্যু যেন ১০ মে শনিবার পরিণত হয়েছিল এক টুকরো ক্যাম্পাসে।
অস্ট্রেলিয়ায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএএএ) আয়োজনে অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫’। অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার-পরিজনের অংশগ্রহণে তৈরি হয় এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডশিল্পী আগুন। ‘তোমার জন্য’, ‘বেদনার পূজা’ কিংবা ‘এই জন্ম তোমার জন্য’—এমন সব চেনা গানে দর্শক-শ্রোতা মুহূর্তেই ফিরে যান কৈশোর-যৌবনের দিনগুলোতে। গিটারের ছড়ে ছড়ে যখন আগুন বলেন, ‘প্রবাসে এমন শ্রোতা আর ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত,’ তখন হলজুড়ে বাজে করতালি।
পরে প্রথম আলোকে আগুন বলেন, ‘এটা আমার সেরা পারফরম্যান্সগুলোর একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেগটাই আলাদা। মঞ্চে উঠেই সেটা অনুভব করেছি।’
আগুনের আগে মঞ্চে আসেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী সিঁথি সাহা। তাঁর সুরেলা কণ্ঠে মন ভিজে যায় উপস্থিত সবার। আবৃত্তি পরিবেশন করেন লাবণ্য আর শুদ্ধ নৃত্যে নজর কাড়েন সিডনিপ্রবাসী নৃত্যশিল্পী অর্পিতা সোমচৌধুরী। শিশুদের পরিবেশনাতেও ছিল প্রাণের ছোঁয়া—ঈষিকা ও তারার নাচে মঞ্চ যেন হয়ে ওঠে ঘরের উঠোন।