ইসরায়েলি-মার্কিনি জিম্মির মুক্তি দিল হামাস
Published: 13th, May 2025 GMT
ইসরায়েলি-মার্কিনি জিম্মি এডান আলেক্সান্ডারের মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজার সশস্ত্র সংগঠন হামাস। সোমবার ১৮ মাস পর তাকে মুক্তি দেয় সংগঠনটি।
ইসরায়েলের অংশগ্রহণ ছাড়াই হামাসের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। এর ভিত্তিতে ২১ বছরের এডান মুক্তি পেয়েছেন।
সিএনএন জানায়, গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এডানকে তারা রেড ক্রসের হাতে তুলে দেয়। পরে তিনি ইসরায়েলে তার পরিবারের কাছে পৌঁছান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শিল্পী ও সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১২ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।” তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি।
এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তবে ফেইসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে গান পোস্ট করে আলোচনায় আসেন তিনি।
ঢাকা/মাকসুদ/ইভা