বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল
Published: 12th, May 2025 GMT
অসুস্থ রোগীর জন্য বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে চিকিৎসা খরচ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার বিদেশে পাঠানো যাবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না। আগে এই সীমা ছিল ১০ হাজার মার্কিন ডলার।
সোমবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে চিকিৎসা খরচ হিসেবে ১৫ হাজার ডলার বিদেশে নেওয়া যাবে। এরমধ্যে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত নগদ নিতে পারবেন। চিকিৎসার খরচ হিসেবে ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে। এছাড়া আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে এই পরিমাণ বৈদেশিক মুদ্রা চিকিৎসায় খরচ করতে পারবে।
আরো পড়ুন:
ঈদুল আজহা: ১১ ও ১২ জুন বন্ধ থাকবে ফাইন্যান্স কোম্পানি
গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত নারী কর্মী
সার্কুলারে আরো বলা হয়েছে, বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা অন্যান্য নিয়মগুলো বহাল থাকবে।
সংশ্লিষ্টরা বলছে, নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের পরিবারের জন্য আর্থিক সুবিধা হলো। এটি বৈদেশিক মুদ্রার ব্যবহারে স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করবে।
ঢাকা/এনএফ/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান