বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ পদে মোট ৩৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১২ মে থেকে।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে কিছু শর্ত মেনে চলতে হবে বলে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ/ভুল তথ্যসংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে। প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষাসংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

১.

ব্যবস্থাপক (অস্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড:

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/বাণিজ্য/পরিসংখ্যান/মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

২. হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

৩. ফিস প্রসেসিং টেকনিশিয়ান (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনের যোগ্যতা: কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি ও প্রাণিবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি।

৪. মার্কেটিং সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

৫. স্লিপওয়ে অপারেটর (স্থায়ী)

পদসংখ্যা: ১ (এক)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: সংশ্লিস্ট কাজে তিন বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস।

৬. ক্যাশিয়ার (অস্থায়ী)

পদসংখ্যা: ৫ (পাঁচ)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. সহকারী হিসাবরক্ষক (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৮. নার্সারি সহকারী (স্থায়ী)

পদসংখ্যা: ২ (দুই)

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫৯. ড্রাইভার (স্থায়ী)

পদসংখ্যা: ৩ (তিন)

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০০-২২৪৯০ টাকা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

১০. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

১১. বাজেট সহকার‌ী (স্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১২. টালি সহকারী (অস্থায়ী)

পদসংখ্যা:

গ্রেড: ১৭

বেতন স্কেল: ১০,০০০-২১,৮০০ টাকা

আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনরংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে নিয়োগ, ৭৬ পদের আবেদন অনলাইনে১০ মে ২০২৫আবেদনের বয়স

১ এপ্রিল ২০২৫–এ আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোক্রমেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু হয়েছে ১২ মে ২০২৫ সকাল ১০টা থেকে। আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ১১ জুন ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদস খ য পর ক ষ র জন য য উন ন সহক র

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা