‘অমন করে তাকিয়ে কী দেখছো/মাঝে মাঝে নিঃশব্দ অবহেলায়/আমার দু’চোখের কবিতাগুলো শোক হয়ে যায়/এ কেমন পৃথিবী তুমি!’ তরুণ কবি জোনায়েদ সাইফুল্লাহ নূর স্বরচিত কবিতার এই পঙ্ক্তিগুলো পাঠ করছিলেন। ৮ মে সুহৃদ সমাবেশের ‘স্বরচিত কবিতা ও পাঠ প্রতিযোগিতা’ কর্মসূচিতে এমন অনেক কথামালা সবাই আগ্রহ নিয়ে উপভোগ করছিলেন।
এ যেন শব্দের ভেতর আত্মার নীরব স্রোত। যেখানে শব্দেরা গড়ে তোলে অনুভবের বাড়ি আর বিরতিগুলো হয়ে ওঠে না বলা কথার চিৎকার। এখানে প্রতিটি ছন্দে লুকিয়ে থাকে একেকটা জীবন। কবিতার এমন আবেদনকে ধারণ করে কয়েক সপ্তাহ আগে প্রতিযোগিতার জন্য স্বরচিত কবিতা আহ্বান করা হয়। ঘোষণার পর এক সপ্তাহের মধ্যে অর্ধশতাধিক কবিতা জমা পড়ে সুহৃদের ভান্ডারে। সেখান থেকে বিষয়বস্তু, কাব্যভাষা ও নির্মাণশৈলী বিবেচনায় বিচারকরা সেরা ১০টি কবিতা নির্বাচন করেন সেরা হিসেবে। বিজয়ী প্রতিযোগীরা হলেন– জোনায়েদ সাইফুল্লাহ নূর, মাহিম খান, রফিক উদ্দিন রায়হান, শরিফ উদ্দিন, নূর জালাল, কামরুন নাহার কোহিনুর, জুলকার নাইম জোবায়ের, ওসমান গনি, ফাহিদ হাছান নাইম ও জাইফ সিদ্দিক আকন্দ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি তিতুমীর কলেজ সুহৃদ উপদেষ্টা এবং বাংলা বিভাগের প্রধান প্রফেসর কামরুন নাহার মায়া এবং কবি ও লেখক ফরিদুল ইসলাম নির্জন।
বাংলা বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রফেসর কামরুন্নাহার মায়াসহ অতিথি ও সুহৃদরা। অতিথির বক্তব্যে ‘সাহিত্য, সংস্কৃতি ও মুক্ত চিন্তার চর্চায় এ আয়োজন তিতুমীর কলেজ সুহৃদ সমাবেশের একটি উদাহরণ হয়ে থাকবে’– বলে মন্তব্য করেন প্রফেসর কামরুন্নাহার মায়া।
অনুষ্ঠান শেষে সুহৃদরা এক সংক্ষিপ্ত সভায় মিলিত হন। পরবর্তী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে তারা আয়োজন সমাপ্ত করেন। v
আহ্বায়ক সরকারি তিতুমীর কলেজ শাখা
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লাল চাঁদ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনস, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না।’
উপদেষ্টা বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে র্যাব অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তা ছাড়া গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে ও আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে যাচ্ছে বলে জানান উপদেষ্টা।
ব্রিফিংয়ের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, এসবিপ্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।