অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে স্থগিত হওয়ার ৪ দিন পরই নতুন সূচি ঘোষণা করেছে পিসিবি। আগামী ১৭ মে পুনরায় শুরু হবে ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটি। শেষ হবে ২৫ মে। 

পিএসএল শুরুর তারিখ ঘোষণা করা হলেও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুইটারে পিএসএল শুরুর ঘোষণা দিয়ে লিখেছেন, ‘৬ দল, শূন্য ভয়। ১৭ মে থেকে শুরু হওয়া বাকি ৮ ম্যাচের জন্য প্রস্তুত হও, ২৫ মে’র ফাইনালের পথে এগিয়ে চলো। সব দলের জন্য শুভকামনা।’ 

পিএসএল ১৭ মে শুরু হয়ে ২৫ মে শেষ হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ পিছিয়ে যাচ্ছে নয়তো স্থগিত হতে যাচ্ছে। এর আগে পিসিবি ২৫ মে থেকে টি-২০ সিরিজ শুরুর ঘোষণা দিয়ে সূচি ঘোষণা করেছিল। 

এর আগে সমকালকে পিসিবির সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক বলেছিলেন, সূচি অনুযায়ীই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে। যদিও বিসিবির ওই মুহূর্তে পাকিস্তানে দল পাঠানো নিয়ে সন্দিহান ছিল। পাকিস্তানে পিএসএল ফিরলেও নিরাপত্তার দিক বিবেচনা করে বিসিবি পাকিস্তানে এখনই দল পাঠাবে কিনা তা পরিষ্কার নয়। 

এর আগে পিএসএল স্থগিত করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার কথা শোনা গিয়েছিল। বাংলাদেশ সিরিজও আমিরাতে সরে যাওয়ার গুঞ্জন ছিল। তবে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, পিএসএলের বাকি অংশ পাকিস্তানেই হবে। তবে ক্রিকইনফো দাবি করেছে, পিএসএল নতুন করে শুরু হলেও অধিকাংশ বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট যোগ দেওয়া অনিশ্চিত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল প এসএল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)

দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

সিরি ‘আ’

সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন

লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

ইংলিশ প্রিমিয়ার লিগ

সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ