পিএসএলের নতুন সূচি ঘোষণা, বাংলাদেশ সিরিজ স্থগিত নাকি পেছাচ্ছে
Published: 13th, May 2025 GMT
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে স্থগিত হওয়ার ৪ দিন পরই নতুন সূচি ঘোষণা করেছে পিসিবি। আগামী ১৭ মে পুনরায় শুরু হবে ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটি। শেষ হবে ২৫ মে।
পিএসএল শুরুর তারিখ ঘোষণা করা হলেও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুইটারে পিএসএল শুরুর ঘোষণা দিয়ে লিখেছেন, ‘৬ দল, শূন্য ভয়। ১৭ মে থেকে শুরু হওয়া বাকি ৮ ম্যাচের জন্য প্রস্তুত হও, ২৫ মে’র ফাইনালের পথে এগিয়ে চলো। সব দলের জন্য শুভকামনা।’
পিএসএল ১৭ মে শুরু হয়ে ২৫ মে শেষ হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ পিছিয়ে যাচ্ছে নয়তো স্থগিত হতে যাচ্ছে। এর আগে পিসিবি ২৫ মে থেকে টি-২০ সিরিজ শুরুর ঘোষণা দিয়ে সূচি ঘোষণা করেছিল।
এর আগে সমকালকে পিসিবির সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক বলেছিলেন, সূচি অনুযায়ীই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে। যদিও বিসিবির ওই মুহূর্তে পাকিস্তানে দল পাঠানো নিয়ে সন্দিহান ছিল। পাকিস্তানে পিএসএল ফিরলেও নিরাপত্তার দিক বিবেচনা করে বিসিবি পাকিস্তানে এখনই দল পাঠাবে কিনা তা পরিষ্কার নয়।
এর আগে পিএসএল স্থগিত করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার কথা শোনা গিয়েছিল। বাংলাদেশ সিরিজও আমিরাতে সরে যাওয়ার গুঞ্জন ছিল। তবে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, পিএসএলের বাকি অংশ পাকিস্তানেই হবে। তবে ক্রিকইনফো দাবি করেছে, পিএসএল নতুন করে শুরু হলেও অধিকাংশ বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট যোগ দেওয়া অনিশ্চিত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?
ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।
প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।
আরো পড়ুন:
ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন
রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস
দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ: মাংস কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।
শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।
ঢাকা/লিপি