অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে স্থগিত হওয়ার ৪ দিন পরই নতুন সূচি ঘোষণা করেছে পিসিবি। আগামী ১৭ মে পুনরায় শুরু হবে ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটি। শেষ হবে ২৫ মে। 

পিএসএল শুরুর তারিখ ঘোষণা করা হলেও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুইটারে পিএসএল শুরুর ঘোষণা দিয়ে লিখেছেন, ‘৬ দল, শূন্য ভয়। ১৭ মে থেকে শুরু হওয়া বাকি ৮ ম্যাচের জন্য প্রস্তুত হও, ২৫ মে’র ফাইনালের পথে এগিয়ে চলো। সব দলের জন্য শুভকামনা।’ 

পিএসএল ১৭ মে শুরু হয়ে ২৫ মে শেষ হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ পিছিয়ে যাচ্ছে নয়তো স্থগিত হতে যাচ্ছে। এর আগে পিসিবি ২৫ মে থেকে টি-২০ সিরিজ শুরুর ঘোষণা দিয়ে সূচি ঘোষণা করেছিল। 

এর আগে সমকালকে পিসিবির সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক বলেছিলেন, সূচি অনুযায়ীই বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে। যদিও বিসিবির ওই মুহূর্তে পাকিস্তানে দল পাঠানো নিয়ে সন্দিহান ছিল। পাকিস্তানে পিএসএল ফিরলেও নিরাপত্তার দিক বিবেচনা করে বিসিবি পাকিস্তানে এখনই দল পাঠাবে কিনা তা পরিষ্কার নয়। 

এর আগে পিএসএল স্থগিত করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার কথা শোনা গিয়েছিল। বাংলাদেশ সিরিজও আমিরাতে সরে যাওয়ার গুঞ্জন ছিল। তবে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, পিএসএলের বাকি অংশ পাকিস্তানেই হবে। তবে ক্রিকইনফো দাবি করেছে, পিএসএল নতুন করে শুরু হলেও অধিকাংশ বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট যোগ দেওয়া অনিশ্চিত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল প এসএল

এছাড়াও পড়ুন:

কবে শুরু হচ্ছে পিএসএল, যা জানা গেল

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পর আবারও মাঠে গড়াতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং টুর্নামেন্ট পুনরায় শুরুর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাদের বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে অপেক্ষমাণ রাখা হয়। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, চলতি মৌসুমের বাকি অংশ মাঠে ফেরাতে চাইছে আয়োজকরা।

যুদ্ধবিরতির ঘোষণার পরপরই পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সমন্বয় করেছে। পরিকল্পনা অনুযায়ী, সব দলকে ইসলামাবাদে এনে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাকি আটটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে মাত্র এক দিন আগেই পিসিবি জানিয়েছিল, সীমান্ত উত্তেজনার কারণে পিএসএলের দশম আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওই সময় পাকিস্তান সেনাবাহিনী ৭৮টি ভারতীয় ড্রোন অনুপ্রবেশ ও মিসাইল হামলার অভিযোগ তোলে। পরিস্থিতিকে 'ভারতের বেপরোয়া আগ্রাসন' হিসেবে উল্লেখ করে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল বোর্ড।

পিসিবি আরও জানায়, বিদেশি ক্রিকেটারদের মানসিক চাপ এবং তাদের পরিবারের উদ্বেগকেও গুরুত্ব দিয়েই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি পিএসএলে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র আটটি ম্যাচ, যার মধ্যে রয়েছে প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াই।

সম্পর্কিত নিবন্ধ

  • পিসিবির নতুন সূচিতে বিসিবি এখনো চুপ
  • বাংলাদেশকে সিরিজের নতুন সূচি পাঠাল পাকিস্তান 
  • বাংলাদেশকে সিরিজের নতুন সূচি পাঠিয়েছে পাকিস্তান 
  • বদলে যাচ্ছে পাকিস্তান সিরিজের সূচি
  • আইপিএলের নতুন সূচি ঘোষণা, ফাইনাল কলকাতায় হচ্ছে না  
  • সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন
  • বাংলাদেশ সিরিজের আগে নতুন কোচ নিয়োগ দিল পাকিস্তান 
  • মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন রিশাদ
  • কবে শুরু হচ্ছে পিএসএল, যা জানা গেল